• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাকিবদের সফর নিয়ে যা বলল ভারতীয় ক্রিকেট বোর্ড

  ক্রীড়া ডেস্ক

২৩ অক্টোবর ২০১৯, ১১:৪৮
বিসিসিআই
ভারতীয় ক্রিকেট বোর্ড (ছবি : সংগৃহীত)

পারিশ্রমিক বাড়ানোসহ ১১ দফা দাবিতে খেলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ক্রিকেটাররা। তাদের এ ধর্মঘটে ভারত সফর নিয়ে ঘোর অনিশ্চয়তা বিরাজ করছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কর্মকর্তাদের বিশ্বাস সমস্যা দ্রুত মিটে যাবে এবং ঠিক সময়ই সাকিবরা কোহলিদের সঙ্গে খেলতে আসবেন। বিশেষ করে কলকাতা টেস্ট নিয়ে পশ্চিমবঙ্গের দর্শকের মধ্যে তুমুল উত্তেজনা।

সাকিবদের ভারত সফরের ব্যাপারে কথা বলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা। ভারতীয় সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘টাইগারদের বিষয়টি ভারতীয় ক্রিকেট বোর্ড নজরে রেখেছে। এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ বিষয়। আমরা সব শুনেছি। কিন্তু এখনই কোনো মন্তব্য করার প্রয়োজন মনে করছি না।’

বিসিসিআইয়ের আরেক কর্মকর্তা বলেন,‘সাকিবদের সঙ্গে কোহলিদের কলকাতায় টেস্ট রয়েছে। যা নিয়ে উৎসাহ রয়েছে বাংলাদেশি সমর্থকদের মধ্যে। ঢাকা থেকে অনেক সমর্থক কলকাতায় আসার প্রস্তুতি নিচ্ছেন। আশা করছি বিসিবি সভাপতির অনুরোধে ক্রিকেটাররা খেলতে চলে আসবেন।’

৩ নভেম্বর দিল্লিতে শুরু হবে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি। টেস্ট সিরিজ শুরু হবে ১৪ নভেম্বর। ২২ নভেম্বর সফরের শেষ টেস্ট বহুল প্রত্যাশিত ভেন্যু কলকাতার ইডেন গার্ডেন্সে।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড