• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাশরাফি বললেন—আমি কিছুই বলব না

  ক্রীড়া ডেস্ক

২১ অক্টোবর ২০১৯, ২১:৩১
মাশরাফি
ছবি : সংগৃহীত

সোমবার (২১ অক্টোবর) জাতীয় দলের ক্রিকেটারসহ মিরপুরের একাডেমি মাঠে সংবাদ সম্মেলন করে ১১ দফা দাবি তুলে ধরেছেন ক্রিকেটাররা। যেখানে উপস্থিত ছিলেন প্রায় ৬০ ক্রিকেটার। জাতীয় দলের চুক্তি ও বেতন বাড়ানো, ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়নসহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন সাকিব, তামিম, মুশফিক, নাঈম, জুনায়েদ, ফরহাদ রেজারা। অথচ পুরো কার্যক্রমের মধ্যে জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার উপস্থিতি লক্ষ করা যায়নি। দুপুর গড়িয়ে বিকাল পর্যন্ত কোনো মন্তব্য আসেনি তার পক্ষ থেকে। অবশেষে সন্ধ্যায় টাইগার কাপ্তান বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সতীর্থদের আন্দোলন নিয়ে মুখ খুলেছেন।

বিবিসি বাংলাকে ম্যাশ বলেন, ‘যখন ক্রিকেট নিয়ে কথা বলব তখন ক্রিকেটের কথা, এখন ক্রিকেট নিয়ে কথা নয়। এখন এই বিষয়ে কোনো কথা বলব না। বিশ্বকাপের পরে আর ক্রিকেট নিয়ে কথা বলছি না আমি, আবার যখন ফিরব তখন কথা হবে।’

ক্রিকেটারদের ১১ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত থাকবেন তারা। ক্রিকেটারদের এ সিদ্ধান্তে অনিশ্চয়তায় পড়ে গেল ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ। সেই সঙ্গে হবে না জাতীয় ক্রিকেট লিগও।

উল্লেখ্য, বিষয়টি নিয়ে দ্রুতই সমাধানে আসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এমন আশ্বাস দিয়েছেন বার্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা জানতে পেরেছি। মিডিয়ার মাধ্যমেই আমরা জানতে পেরেছি। ফরমালি কোনো যোগাযোগ হয়নি আর অবশ্যই খেলোয়াড়েরা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাদের বিষয়গুলো বোর্ডকে আমরা জানাব এবং এ ব্যাপারে পরবর্তীকালে বোর্ড সিদ্ধান্ত নেবে।’

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড