• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাকিবদের ধর্মঘট নিয়ে জবাব দিল বিসিবি

  ক্রীড়া ডেস্ক

২১ অক্টোবর ২০১৯, ১৭:০৩
বাংলাদেশ ক্রিকেট বোর্ড
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (ফাইল ফটো)

আজ সোমবার (২১ অক্টোবর) বিসিবির একাডেমি প্রাঙ্গণে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন জাতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা। যেখানে তারা ঘোষণা দেন তাদের ১১ দফা দাবি না মানলে অবরোধ করবেন। ফলে বাংলাদেশ দলের চলতি এনসিএলসহ আসন্ন ভারত সফর ও বিপিএলের আসর নিয়ে শুরু হয়েছে অনিশ্চয়তা। তবে দ্রুত সময়ে ক্রিকেটারদের দাবি নিয়ে আলোচনা হবে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

সাকিব-তামিমদের সম্মেলন শেষে সংবাদমাধ্যমকে নিজামউদ্দিন চৌধুরী জানান, ‘হ্যাঁ, আমরা জানতে পেরেছি। মিডিয়ার মাধ্যমেই আমরা জানতে পেরেছি। ফরমালি কোনো যোগাযোগ হয়নি আর অবশ্যই খেলোয়াড়েরা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাদের বিষয়গুলো বোর্ডকে আমরা জানাব এবং এ ব্যাপারে পরবর্তীকালে বোর্ড সিদ্ধান্ত নেবে।’

ক্রিকেটারদের আন্দোলনে মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তবে সংবাদ সম্মেলনে ১১ জন ক্রিকেটার তুলে ধরেন ১১টি দাবি। দাবি না মানলে সকল ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ করার কথা বলেছেন তারা, খেলবেন না জাতীয় লিগেও।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড