• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাত দিন পরই ব্রাজিলে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

  ক্রীড়া ডেস্ক

২০ অক্টোবর ২০১৯, ১৬:৩৩
ব্রাজিল অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ
ব্রাজিল অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ (ছবি : সংগৃহীত)

আর মাত্র সাত দিন পরই ফুটবল বিশ্বের সবচেয়ে কমবয়সী খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। চলতি মাসের ২৭ তারিখে মাঠে গড়াবে ফুটবলের পাইপলাইন গড়ার টুর্নামেন্টি। ঐতিহাসিকভাবে এই টুর্নামেন্ট যুব ফুটবলার তথা ফুটবলের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতি দুই বছর পরপর অনুষ্ঠিত হওয়া এই আসরের এবারের ১৮তম সংস্করণ বসতে যাচ্ছে ফুটবলের তীর্থভূমি ব্রাজিলে। অক্টোবরের ২৬ তারিখ দিবাগত রাত থেকে শুরু হতে যাওয়া এই আসর চলবে নভেম্বরের ১৭ তারিখ পর্যন্ত! চলুন দেখে নেওয়া যাক এই টুর্নামেন্টের কিছু বিস্তারিত :

যারা অংশ নিচ্ছে এবারের আসরে :

– ২০১৮ এএফসি (এশিয়া) অ-১৬ চ্যাম্পিয়নশিপের সেরা ৪; অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, তাজিকিস্তান!

– ২০১৯ আফ্রিকান অ-১৭ কাপ অফ নেশন্স থেকে সেরা ৪; ক্যামেরুন, নাইজেরিয়া, এঙ্গোলা, সেনেগাল!

– ২০১৯ কনকাকাফ (উত্তর আমেরিকা) অ-১৭ চ্যাম্পিয়নশিপের সেরা ৪; কানাডা, আমেরিকা, মেক্সিকো, হাইতি!

– ২০১৯ কনমেবল (দক্ষিণ আমেরিকা) অ-১৭ চ্যাম্পিয়নশিপের সেরা ৪; আর্জেন্টিনা, চিলি, ইকুয়েডর, প্যারাগুয়ে এবং স্বাগতিক ব্রাজিল!

– ২০১৮ অএফসি (ওশেনিয়া) অ-১৬ চ্যাম্পিয়নশিপের সেরা ২; নিউজিল্যান্ড, সলোমন আইসল্যান্ড!

– ২০১৯ উয়েফা ইউরোপিয়ান অ-১৭ চ্যাম্পিয়নশিপের সেরা ৪; ফ্রান্স নেদারল্যান্ডস, ইতালি, স্পেন!

উল্লেখ্য, বয়স জালিয়াতির কারণে গিনি টুর্নামেন্ট থেকে বহিস্কৃত হয়েছে!

যতটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দেশগুলো

গ্রুপ ‘এ’ – ব্রাজিল, কানাডা, নিউজিল্যান্ড, এঙ্গোলা গ্রুপ ‘বি’ – নাইজেরিয়া, হাঙ্গেরি, ইকুয়েডর, অস্ট্রেলিয়া গ্রুপ ‘সি’ – ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, হাইতি, চিলি গ্রুপ ‘ডি’ – নেদারল্যান্ডস, সেনেগাল, আমেরিকা, জাপান গ্রুপ ‘ই’ – আর্জেন্টিনা, স্পেন, তাজিকিস্তান, ক্যামেরুন গ্রুপ ‘এফ’ – ইতালি, মেক্সিকো, প্যারাগুয়ে, সলোমন আইসল্যান্ড

যেভাবে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট

– প্রতি গ্রুপ থেকে সেরা দুই দল মিলে মোট ১২ এবং সেরা চারটি তৃতীয় হওয়া দল নিয়ে মোট ১৬ দল খেলবে দ্বিতীয় রাউন্ড!

– অতঃপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল!

সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে নাইজেরিয়া অ-১৭ দল

এই আসরের সর্বোচ্চ সাফল্য :

– এই আসরের সেরা দল নাইজেরিয়া, তাদের নামের পাশে রয়েছে পাঁচটি চ্যাম্পিয়নশীপ ট্রফি এবং তিনটি রানার্স আপ ট্রফি!

– এই আসরের দ্বিতীয় সেরা দল ব্রাজিল, তিনটি চ্যাম্পিয়নশীপ ট্রফি এবং দুইটি রানার্স আপ ট্রফি!

ভারতীয় চ্যানেল সনি সরাসরি দেখাবে এই টুর্নামেন্ট। বাংলাদেশ থেকেও সনির মাধ্যমে সরাসরি উপভোগ করা যাবে এই টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচ।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড