• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশ নিয়ে ভাবেন গাঙ্গুলি, করবেন সহযোগিতাও

  ক্রীড়া ডেস্ক

১৮ অক্টোবর ২০১৯, ১৫:৪৩
সৌরভ গাঙ্গুল
সৌরভ গাঙ্গুলি (ছবি: সংগৃহীত)

সম্প্রতি বিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। এখনো দায়িত্ব না নিলেও বাংলাদেশকে সহযোগিতা করার কথা জানিয়েছেন গাঙ্গুলি।

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেন্সে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গাঙ্গুলি। এ সময় বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কের ব্যাপারটি তুলে ধরেন তিনি। শীঘ্রই ভারত সফরে যাবে সাকিবরা। তখনই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান গাঙ্গুলি।

তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় সহযোগিতার সুযোগ আছে। আইসিসির আলোচনাতেও সহযোগিতা করতে পারি। কিছু দিন পরেই তো এখানে টেস্ট ম্যাচ খেলতে আসছে বাংলাদেশ। তখন বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হবে।’

এছাড়া বাংলাদেশকে সহযোগিতা করার শতভাগ নিশ্চয়তাও দিয়েছেন গাঙ্গুলি। তিনি বলেন, ‘১শ বার বাংলাদেশকে সহযোগিতা করব। বাংলাদেশকে সহযোগিতা না করলে আর কাকে করব।’

এছাড়া বাংলাদেশের ক্রিকেটের নিয়মিত খোঁজখবরও রাখেন গাঙ্গুলি। তাই তো তিনি মাশরাফিদের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করার পরামর্শ দেন। গাঙ্গুলি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটে খুব ভালোমতোই এগিয়ে যাচ্ছে। তবে বোলিং আক্রমণটাকে ঠিক করতে হবে। বিশ্বকাপে ওটাই বাংলাদেশকে ডুবিয়েছে।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড