• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

এক নজরে কোপা আমেরিকা ২০২০ এর খুঁটিনাটি

  ক্রীড়া ডেস্ক

১৮ অক্টোবর ২০১৯, ১৩:০২
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফুটবলের সবচেয়ে প্রাচীন টুর্নামেন্টগুলোর মধ্যে কোপা আমেরিকা অন্যতম। ২০২০ সালের কোপা আমেরিকা যৌথভাবে আয়োজন করবে আর্জেন্টিনা-কলম্বিয়া। খবরটি আগেই জানিয়ে দিয়েছিল ল্যাটিন আমেরিকার সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

বরাবরের আসরগুলোর চাইতে ১২টি ম্যাচ বেশি মাঠে গড়াবে ২০২০ সালের আসরটিতে। এছাড়াও ১৯৮৩ সালের পর ৪৭তম কোপা প্রথম একের অধিক দেশে আয়োজন করছে কনমেবল। তাই বোঝাই যাচ্ছে অন্যবারের চাইতে ভিন্ন আঙ্গিকে বসবে ২০২০ সালের কোপা আমেরিকা।

চলতি বছরের ব্রাজিলে হয়েছে কোপা আমেরিকার ৪৬তম আসর। এক বছর বাদেই কোপা আমেরিকার আয়োজন করার সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছিল কনমেবল। জোড় সংখ্যার বছরে কোপা আমেরিকার আয়োজন করার পরিকল্পনা সাজিয়েছে সংস্থাটি। মূলত এ উদ্দেশ্য বাস্তবায়ন করতেই পরপর দুই বছর কোপা আমেরিকা আয়োজন করছে তারা। অর্থাৎ পরবর্তী কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে ২০২৪ সালে।

সাধারণত কোপা আমেরিকার মোট ম্যাচ সংখ্যা হয় ২৬টি। তবে ২০২০ সালের প্রতিযোগিতায় ম্যাচ হবে ৩৮টি। এছাড়াও প্রতিবার তিন গ্রুপে খেলা হলেও সামনের ২০২০ সালের আসর থেকে ১২ দল দুই গ্রুপে ভাগ হয়ে শিরোপার লড়াইয়ে লড়বে।

২০২০ কোপা সালের কোপা আমেরিকায় সাউথ জোন ও নর্থ জোন নামে দুটি গ্রুপের দলগুলোকে বিভক্ত করা হয়েছে। সাউথ জোনে খেলবে- আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া ও স্বাগতিক দেশ। অন্যদিকে নর্থ জোনে থাকছে-কলম্বিয়া, ব্রাজিল, ভেনেজুয়েলা, ইকুয়েডর, পেরু ও আমন্ত্রিত দেশ।

প্রত্যেক গ্রুপে খেলা ছয় দলের মধ্যে পয়েন্টে এগিয়ে থাকা মোট আট দল নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল। এরপর সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালে ওঠা দুদলের মধ্যে হবে শিরোপার লড়াই।

এক নজরে দেখে নিন কোপা আমেরিকা ২০২০ এর খুঁটিনাটি

আয়োজক: আর্জেন্টিনা এবং কলম্বিয়া। অংশগ্রহণকারী দেশ: ১২ টি। গ্ৰুপ: ২ টি। মোট ভেন্যু: ৯ টি। উদ্বোধনী ম্যাচ: আর্জেন্টিনায়। ফাইনাল: কলম্বিয়ায়। সময়কাল: ১২ জুন ২০২০ থেকে ১২ জুলাই ২০২০।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড