• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

জেলখানার কয়েদি মনে হয় নিজেকে : সাইফউদ্দিন

  ক্রীড়া প্রতিবেদক

১৬ অক্টোবর ২০১৯, ২০:৫৬
মোহাম্মদ সাইফউদ্দিন
মোহাম্মদ সাইফউদ্দিন (ছবি : সংগৃহীত)

আসন্ন ভারত সফরে টি-টুয়েন্টি সিরিজে মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। পিঠের এই চোট সাইফের জন্য নতুন কিছু নয়। এই চোট তাকে ভুগিয়েছে ইংল্যান্ড বিশ্বকাপেও।

কিছুদিন আগে 'ও ভাই' ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজেও খেলেছেন সাইফ। তবে এখনো বড় দৈর্ঘ্যের ম্যাচ খেলার মতো ফিট নন। সাইফ এখন মাঠের বাইরে আছেন দর্শক হয়ে। মাঠের বাইরে থাকাটা ভীষণ কষ্ট দেয় এই পেসারকে।

বুধবার (১৬ অক্টোবর) মিরপুরে সাংবাদিকদের সাইফউদ্দিন বলেন, ‘এখন বিশ্রামে আছি। পুরোপুরি বেডরেস্টই বলা চলে। ফিজিওর সাথে কথা বলেই এই বিশ্রাম নেওয়া। গতকাল অ্যাপোলোতে (হাসপাতাল) একটা স্ক্যান করিয়েছি। রিপোর্টের ওপর ভিত্তি করেই বোঝা যাবে পরবর্তীতে কী করব। এর আগে তো বলতে পারছি না।’

ওয়ানডে অধিনায়ককে সামনে রেখেই ইনজুরিতে আক্রান্ত ক্রিকেটাররা অনুপ্রেরণা খুঁজে নেন। সাইফউদ্দিনও ব্যতিক্রম নন। ‘ক্যারিয়ার বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত আছি। মাশরাফি ভাইয়ের কথা বলেন, অনেক সার্জারি নিয়ে খেলেছেন। আমার যদি অস্ত্রোপচার করতেও হয়, আমি কী একটা সার্জারি নিয়ে খেলতে পারব না? ক্রিকেট আমার পেশা। এটার জন্য আমি সবকিছু করতে রাজি।’

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড