• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বার্বাডোজ চ্যাম্পিয়ন হলেও নিজের পারফরম্যান্সে খুশি নন সাকিব

  ক্রীড়া ডেস্ক

১৬ অক্টোবর ২০১৯, ১৭:১৮
বার্বাডোজ চ্যাম্পিয়ন হলেও নিজের পারফরম্যান্সে খুশি নন সাকিব
বার্বাডোজ চ্যাম্পিয়ন হলেও নিজের পারফরম্যান্সে খুশি নন সাকিব (ছবি : সংগৃহীত)

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে শিরোপা জিতলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টানা ১১ ম্যাচে অপরাজিত গায়ানা ওয়ারির্স ফাইনালে হেরে যায় সাকিবদের কাছে। চ্যাম্পিয়ন সাকিব বিজয়ের আমেজ নিয়ে ঢাকায় ফিরেছেন। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে খুশি নন বাংলাদেশ টেস্ট ও টি-টুয়েন্টি দলের অধিনায়ক।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফেরেন টাইগার অধিনায়ক। দেশে ফিরে সংবাদমাধ্যমকে বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, দলগত নৈপূণ্যের কারণেই সিপিএলের চ্যাম্পিয়ন হয়েছে তার দল। তবে দল চ্যাম্পিয়ান হলেও নিজের পারফরম্যান্সে পুরোপুরি খুশি না বলেও জানালেন তিনি।

সিপিএলের এই অভিজ্ঞতা আসন্ন ভারত সফরে কাজে লাগবে বলে জানিয়েছেন সাকিব।

উল্লেখ্য, সিপিএলে বার্বাডোজের হয়ে ৬ ম্যাচ খেলে ১৮.৫ গড়ে ১১১ রান করেছেন। বল হাতে নিয়েছেন ৪ উইকেট।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড