• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সৌরভ সভাপতি হওয়ায় বাড়তি সুবিধা পাচ্ছে বাংলাদেশ!

  ক্রীড়া ডেস্ক

১৪ অক্টোবর ২০১৯, ১৯:০৩
সৌরভ গাঙ্গুলি
বিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলি (ছবি : সংগৃহীত)

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড-বিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলি। নাটকীয়ভাবে বিসিসিআইয়ের রাজ্য সংস্থাগুলোর বেসরকারি বৈঠকে প্রেসিডেন্ট হিসেবে সৌরভকে সমর্থন করা হয়। আগামী ২৩ অক্টোবর দায়িত্বভার গ্রহণ করবেন এ বাঙালি ক্রিকেট কিংবদন্তি।

প্রথম বাঙালি হিসেবে বিসিসিআইয়ের সভাপতি হচ্ছেন সৌরভ। ফলে তার কাছে বাড়তি সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর বনানীতে নিজের কার্যালয়ে এসব কথা বলেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘বিসিসিআইয়ের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্ক ভালো। এখন যারা দায়িত্বে আছে তাদের সঙ্গেও সম্পর্ক ভালো, আগেও ছিল। অবশ্যই সৌরভ গাঙ্গুলি একজন বাঙালি ও সাবেক ক্রিকেটার- এ কারণে আমরা হয়তো বাড়তি কিছু সুবিধা পাবো।’

এছাড়া সৌরভের সঙ্গে বিসিবির ব্যক্তিগতভাবেই ভালো সম্পর্ক রয়েছে জানিয়ে জালাল ইউনুস আরও বলেন, ‘কোনো একটা ইস্যুতে আলোচনা করতে গেলে তার সঙ্গে স্বাচ্ছন্দ্য নিয়ে করতে পারব, যেটা আগে বলেছি কারণ সে একজন বাঙালি ও সাবেক ক্রিকেটার। তিনি এখনো বেশ তরুণ, আমাদের এখানে অনেকবার খেলে গেছেন। ব্যক্তিগতভাবেও আমাদের অনেকের সঙ্গে তার সম্পর্ক ভালো। এখানে বলা যায় তার সঙ্গে আত্মার সম্পর্ক ব্যক্তিগতভাবে। আশা করি এসব কাজে লাগবে।’

ভারতের বিপক্ষে গত এক দশকে হাতে গোনা কয়েকটি সিরিজ খেলেছে বাংলাদেশ। তবে এখন ভারতের বিপক্ষে খেলা নিয়ে আলোচনার সুযোগ তৈরি হয়েছে বলেও জানান তিনি। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘একই সাথে ভারতের কাছ থেকে আমরা যেসব ম্যাচ পাইনি, দ্বিপাক্ষিক সিরিজ হোক কিংবা অন্যকিছু সেগুলো নিয়ে আমরা খোলাখুলিভাবে আলোচনা করতে পারব। এমনকি বয়সভিত্তিক লেভেলের ক্ষেত্রেও এ সুবিধাগুলো থাকবে।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড