• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিপিএলের প্লেয়ার ড্রাফট নভেম্বরের প্রথম সপ্তাহে

  ক্রীড়া ডেস্ক

১২ অক্টোবর ২০১৯, ১৫:০৪
বিপিএলের প্লেয়ার ড্রাফট
বিপিএলের প্লেয়ার ড্রাফট (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের পর্দা উঠার কথা আগামী ৬ ডিসেম্বর। সে সুবাদে চলতি মাসের ২২ তারিখে প্লেয়ার ড্রাফট। কিন্তু নানান নাটকীয়তায় এখন পর্যন্ত নির্ধারণ করা যায়নি প্লেয়ার ড্রাফটের তারিখ।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বলছে বঙ্গবন্ধু বিপিএল ডিসেম্বরেই মাঠে গড়াচ্ছে। আর নভেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে প্লেয়ার ড্রাফট। তবে ড্রাফটের আগেই বিসিবির কাছে প্রায় ৪শ জনের মতো বিদেশি ক্রিকেটার খেলার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে বিসিবি।

বিসিবি পরিচালক লোকমান ভূঁইয়া ইস্যুতে কয়দিন থেকেই যখন উত্তাল ক্রিকেটাঙ্গন। দেখা নেই বোর্ড কর্মাকর্তাদের। অবশেষে গেল বৃহস্পতিবার দেখা মিললো সবারই। সবাইকে নিয়ে বোর্ড সভার আলোচানার বিষয় ছিল বঙ্গবন্ধু বিপিএল।

তাই সকলের আগ্রহ ছিল আলোচনায় কতদূর গড়ালো বিপিএল পরিকল্পনা। বোর্ড পরিচালক মাহবুব আনাম বলেন, ‘বঙ্গবন্ধু বিপিএল নিয়ে বিদেশি ক্রিকেটারদের আগ্রহ সত্যিই আশাব্যাঞ্জক। ইতোমধ্যে এই বিপিএলে অংশগ্রহণ করতে প্রায় চারশোর মতো ক্রিকেটার বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে আবেদন করেছে। তবে আমরা দেশি ক্রিকেটারদের প্রাধান্য দেব। আর ড্রাফটের আগেই প্রত্যেকটি দলের জন্য বিদেশি প্লেয়ার নির্ধারন করে দেব।’

বিদেশি ক্রিকেটারদের নেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘কোনো টিম যদি আমাদের দেওয়া প্লেয়ারদের বাইরেও ক্রিকেটার নিতে চায় তবে নিজের খরচে তারা নিতে পারবে।’

প্লেয়ার ড্রাফটের সম্ভাব্য তারিখ সম্পর্কে মাহবুব আনাম বলেন, ‘আমরা সম্ভাব্য নভেম্বরের প্রথম সপ্তাহে প্লেয়ার ড্রাফট করব। আর যদি প্রয়োজন হয় ১০ দিন কিংবা ১৫ দিন আমরা বিপিএল পেছাব। তবে ডিসেম্বরেই বিপিএল হবে, এটা নিশ্চিত।’

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড