• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

নির্ধারিত সময়ে হচ্ছে না বঙ্গবন্ধু বিপিএল

  ক্রীড়া ডেস্ক

১১ অক্টোবর ২০১৯, ১১:৩৬
বিপিএল
বিপিএলের সপ্তম আসর (ছবি : সংগৃহীত)

শেষ পর্যন্ত পিছিয়ে যাচ্ছে বিপিএলের সপ্তম আসর। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৬ ডিসেম্বর মাঠে গড়ানোর কথা বঙ্গবন্ধুর নামে এবারের বিপিএল। তবে বিসিবির বোর্ড সভাতে সিদ্ধান্ত হয়েছে কমপক্ষে একসপ্তাহ থেকে দশ দিন পিছিয়ে যেতে পারে দেশের ঘরোয়া টি-টুয়েন্টির জমজমাট আসরটি।

বিপিএলের সদস্য সচিব ইসমাঈল হায়দার মল্লিক আবার ডিসেম্বরেই বিপিএল না করার কথা জানান। তার মতে, বিসিবি জানুয়ারিতে বিপিএল করতে চায়। তিনি বলেন, ‘এখানে অনেক বিষয় আছে। ব্রডকাস্টের বিষয়ও আছে। তারা চায় বছরের শুরুতে বেশি বেশি খেলা। তাছাড়া ফেব্রুয়ারিতে পাকিস্তান সিরিজ আছে জাতীয় দলের। আমরা আগের সময়েই করতে পারি। কিন্তু ভালো একটা সময় নিয়ে করার চিন্তা করছি।’

এতে স্পষ্ট ২২ অক্টোবরের মধ্যেও হচ্ছে না প্লেয়ার্স ড্রাফট। ধারণা করা হচ্ছে পিছিয়ে গিয়ে নভেম্বরের মাঝামাঝিতে হতে পারে। মল্লিক জানান, প্রায় ৩৯০ জন বিদেশি ক্রিকেটার বিপিএল খেলতে আগ্রহ দেখিয়ে ড্রাফটে নাম দিয়েছেন।

বৃহস্পতিবার সভাতেও সব সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি। বিপিএলের ড্রাফট নির্দিষ্ট সময় জানাতে পারেনি তারা। পরের সভাতে হয়তো জানা যাবে, কবে হবে প্লেয়ার ড্রাফট। পাকিস্তান সিরিজও সামনে রয়েছে, তাই অনেক কিছুই চিন্তা ভাবনার মধ্যে আছে। পরিচালক মাহবুব আনাম বলেন, ‘আগামী বছরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ আছে। ওই সিরিজটার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা বিপিএল খেলব। আরও দুটো স্পন্সরশিপ যারা চেয়েছেন, তাদের সঙ্গে বৈঠক শেষ করার পরই গভর্নিং কাউন্সিল খুব দ্রুত মিটিংটা করবে।’

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড