• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাঙ্গুলিকে ছাড়িয়ে ধোনিকে ছোঁয়ার অপেক্ষায় কোহলি

  ক্রীড়া ডেস্ক

১০ অক্টোবর ২০১৯, ১৩:৫০
বিরাট কোহলি
টেস্টে ৫০তম ম্যাচে নেতৃত্বের রেকর্ড গড়লেন কোহলি (ছবি : সংগৃহীত)

পুনেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে ভারত। এর মধ্য দিয়ে রেকর্ডবুকে নিজেকে নিয়ে গেলেন বিরাট কোহলি। ভারতের হয়ে টেস্টে সবচেয়ে বেশি নেতৃত্বে দ্বিতীয় স্থানে উঠলেন তিনি। অতিক্রম করলেন সৌরভ গাঙ্গুলির ৪৯ টেস্টে নেতৃত্বের রেকর্ড।

ভারতের টেস্ট ইতিহাসে দ্বিতীয় অধিনায়ক হিসেবে ৫০ টেস্ট খেলতে নেমেছেন বিরাট। সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সর্বোচ্চ ৬০ টেস্টে নেতৃত্ব দিয়েছেন। টেস্ট ইতিহাসে ৫০টি ম্যাচে নেতৃত্ব দেওয়া ১৭তম ক্রিকেটার কোহলি। আগেই ভারতের হয়ে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট জেতার রেকর্ড গড়েন বিরাট।

এ দিকে, ভারতকে নেতৃত্ব দেওয়া ম্যাচের সংখ্যাতে দ্বিতীয় স্থানে থাকলেও সর্বোচ্চ জয়ের তালিকায় এক নম্বর কোহলি। তার আধীনে ২৯টি টেস্ট জিতেছে টিম ইন্ডিয়া। যেখানে ধোনির নেতৃত্বে ভারতের জয় ২৭ টেস্টে। আর গাঙ্গুলির অধিনায়কত্বে ভারত টেস্ট জিতেছে ২১ ম্যাচে।

তবে ওয়ানডে ক্রিকেটে নেতৃত্বের তালিকায় ধোনির অনেক পেছনে কোহলি। শীর্ষে থাকা ধোনি ২০০টি ওয়ানডেতে নেতৃত্ব দেন। চতুর্থ স্থানে থাকা বিরাট নেতৃত্ব দিয়েছেন ৮০ ম্যাচে। এছাড়া ১৭৪টি ম্যাচে নেতৃত্ব দিয়ে দ্বিতীয় স্থানে মোহাম্মদ আজহার উদ্দিন। আর ১৪৬টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন সৌরভ গাঙ্গুলি।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড