• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইমরান খান ইস্যুতে তর্কযুদ্ধে হরভজন-বীনা মালিক

  ক্রীড়া ডেস্ক

০৯ অক্টোবর ২০১৯, ১৩:২৬
হরভজন সিং ও বীনা মালিক
কাশ্মীর ইস্যুতে ইমরান খানকে নিয়ে তর্কে জড়ালেন হরভজন-বীনা (ছবি : সংগৃহীত)

কাশ্মীর ইস্যুতে সবময়ই সরব থাকেন পাকিস্তানি অভিনেত্রী বীনা মালিক। মাঝেমাঝেই কাশ্মীর ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করে বসেন তিনি। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে ভারতীয় ক্রিকেটার হরভজন সিংয়ের সমালোচনার জবাব দিলেন তিনি।

কাশ্মীর নিয়ে জাতিসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য বিশ্ব জুড়ে আলোড়ন তৈরি করে। কারণ ওই বক্তব্যে ভারতের উদ্দেশে পরোক্ষে পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দেন ইমরান। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচিত হন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়কের এ আচরণের তীব্র সমালোচনা করেন।

গত সোমবার টুইটারে ইমরান খানের সমোলোচনা করেন ভারতের সাবেক তারকা স্পিনার হরভজন সিং। টুইটে তিনি লিখেন, ‘জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পরমাণু যুদ্ধের ইঙ্গিত দিয়েছিলেন ইমরান খান। খেলার দুনিয়ার একজন ব্যক্তিত্ব হয়ে ইমরান খান যেভাবে ব্লাডবাথ (রক্তস্নান) এবং ফাইট টু দ্য অ্যান্ড (শেষ পর্যন্ত লড়াই) শব্দগুলো ব্যবহার করেছেন, তা দুই দেশের মধ্যে হিংসাত্মক মানসিকতা বাড়িয়ে তোলে। একজন ক্রিকেটার হিসেবে আমি চাইবো তিনি শান্তির বার্তা দিন।’

এই ইস্যুতে দেশের প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী বীনা মালিক। হরভজনকে উদ্দেশ্য করে তিনি লিখেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খান তার মন্তব্যে শান্তির কথা বলেছিলেন। সেইসঙ্গে তিনি সত্যিটাও তুলে ধরেছেন। কারফিউ উঠে গেলে নিশ্চিতভাবে ভয়ংকর পরিস্থিতি তৈরি হবে এবং অত্যন্ত দুঃখজনকভাবে রক্তস্নাতই হবে দেশ। তিনি আতঙ্ক ছড়াননি, বরং তিনি যে ভীত, সেটাই বলার চেষ্টা করেছেন। আপনি কি ইংরেজি বোঝেন না?’

বীনা মালিক তার স্ট্যাটাসে একটি বানান ভুল করেন, আর তা নিয়েই পাল্টা আক্রমণ করেন হরভজন। ভাজ্জি লিখেন, ‘surly মানে আপনি কী বোঝাতে চেয়েছেন? নাকি surely লিখতে চেয়েছেন? মাথা ঠান্ডা করুন, আর পরের বার ইংরেজিতে কিছু লিখতে হলে ভালো করে পড়ে নেবেন।’

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড