• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাশ্মীরে আদিল রশিদের ত্রাণ বিতরণ

  ক্রীড়া ডেস্ক

০৮ অক্টোবর ২০১৯, ২১:২৫
ইংলিশ তারকা আদিল রশিদ ত্রাণ বিতরণ করছেন
ইংলিশ তারকা আদিল রশিদ ত্রাণ বিতরণ করছেন (ছবি : টুইটার)

গেল ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের কাশ্মীরের মিরপুর অঞ্চলে ৫.৮ মাত্রার ভূমিকম্প হয়। ওই ঘটনায় ৩৭ জন মানুষ প্রাণ হারান, আর আহত হন পাঁচ শতাধিক। সে সঙ্গে মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনে কাশ্মীর সফরে যান ইংল্যান্ডের তারকা ক্রিকেটার আদিল রশিদ।

পাকিস্তানি বংশোদ্ভূত এই ইংলিশ তারকা ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনকালে সেখানকার মানুষের সঙ্গে কথা বলেন। অসহায় মানুষকে প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দিয়ে সাহায্য করেন। আর সেই ছবিগুলো টুইটারে শেয়ার দেয়া হয়।

পরিদর্শনকালে আদিল রশিদ বলেন, মিরপুরের প্রতি আমার বিশেষ ভালোবাসা আছে- আমার বাবা-মা এখানে জন্মগ্রহণ করেছিলেন, তার কারণ আমি পাকিস্তানে এসেছি সাহায্য করার জন্য।

প্রসঙ্গত, ২০০৯ সালের জুলাই থেকে ইংল্যান্ডের হয়ে ১৯টি টেস্ট, ৯৯টি ওয়ানডে আর ৩৭টি টি-টুয়েন্টি ম্যাচ এবং ২৩৯ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ১ হাজার ১৩৬ রান সংগ্রহ করেন আদিল রশিদ।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড