• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

রিয়াল ছাড়তে চান ক্ষুব্ধ বেল 

  ক্রীড়া ডেস্ক

০৮ অক্টোবর ২০১৯, ১৮:৫৫
জিনেদিন জিদান ও গ্যারেথ বেলে
জিনেদিন জিদান ও গ্যারেথ বেলে (ছবি: সংগৃহীত)

প্রাক মৌসুম থেকে রিয়াল মাদ্রিদ ও জিনেদিন জিদানের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না ওয়েলস তারকা গ্যারেথ বেলের। ফলে বেলের ক্লাব ছাড়ার গুঞ্জনটা অনেক দিন ধরেই চলছে। এবার সে গুঞ্জন আরও বাড়ালেন সাংবাদিক গুইলেম বালাগ। বিবিসি রেডিওতে বেলের ক্লাব ছাড়তে চাওয়ার কথা জানান এ সাংবাদিক।

কোচ জিদানও চাননি বেলকে তার দলে রাখতে। এর আগে জুলাইয়ে জিদান বলেছিলেন ‘আমরা চাই সে চলে যাক।’ জিদানের এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে বেলের এজেন্ট জোনাথন বলেছিলেন, ‘জিদান অকৃতজ্ঞ। যে খেলোয়াড়টা রিয়ালের জন্য এত কিছু করল তাকে কোনো সম্মানই দেখাল না!’

মৌসুমের শুরুতে বেলের চীনে চলে যাওয়ার কথা থাকলেও পড়ে আর যাওয়া হয়নি। তবে এ মৌসুমেও খেলার পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না তিনি। রিয়ালের হয়ে মৌসুমে ৭ ম্যাচ মাঠে নামলেও বেশিরভাগ ম্যাচেই ছিলেন না শুরুর একাদশে। যথেষ্ট খেলার সুযোগ না পেয়ে বেল অতিষ্ঠ এমনটা জানিয়ে সাংবাদিক গুইলেম বালাগ বলেন, ‘বেল অতিষ্ঠ হয়ে গেছে। এভাবে আর সে চলতে দিতে চায় না। সে জানতো ম্যাচে খেলার মতো যথেষ্ট ফিটনেস তার আছে। অথচ তাকে ক্লাব ব্রুগের বিপক্ষে দলেই রাখা হয়নি। কেউ জানে না কেন?’,

এছাড়া জিদান কোনো কারণ ছাড়াই বেলকে খেলাচ্ছে না বলেই মনে করেন গুইলেম বালাগ। এ ব্যাপারে তিনি বলেন, ‘সে ক্ষুব্ধ, বিভ্রান্ত। জিদান রিয়ালে দ্বিতীয়বারের মতো ফিরেই পরিষ্কার কোনো কারণ ছাড়াই সিদ্ধান্ত নিয়েছেন যে বেলকে খেলাবেন না।’

সবশেষে গুইলেম বলেন, ‘জিদানের সঙ্গে বেলের এখন কেবলই পেশাদার সম্পর্ক। সে স্পষ্ট ভাষায় জিদানকে জানিয়ে দিয়েছে ক্লাব ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। তার এজেন্ট জোনাথন বার্নেটও তার জন্য উপযুক্ত বিকল্পের খোঁজে আছে। তবে বেল চায় সম্ভব হলে যেভাবেই হোক রিয়ালে থেকে যাওয়া।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড