• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রিমিয়ার লিগের দশক সেরা একাদশ

  ক্রীড়া ডেস্ক

০৮ অক্টোবর ২০১৯, ১৮:১১
ডি গেয়া, ইডেন হ্যাজার্ড ও অ্যাগুয়ারো
ডি গেয়া, ইডেন হ্যাজার্ড ও অ্যাগুয়ারো (ছবি: সংগৃহীত)

একবিংশ শতকের দ্বিতীয় দশক শেষ হয়ে যাচ্ছে দুই মাস পরই। এই এক দশকে প্রিমিয়ার লিগ মাতিয়েছেন বিশ্বসেরা ফুটবলাররা। এ দশকে প্রিমিয়ার লিগ মাতানো ফুটবলারদের নিয়ে গত দশকের সেরা একাদশ নির্বাচন করেছে গোল ডট কম।

গোল ডট কমের নির্বাচিত একাদশে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির ফুটবলারই বেশি। তালিকায় ৬ জনই ম্যানসিটির। চেলসির ৩ জন ফুটবলার রয়েছেন তালিকায়। এছাড়া লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের রয়েছেন একজন।

গত এক দশকে চারবার প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। তাই একাদশে তাদের আধিপত্য থাকাটাই স্বাভাবিক। একাদশে জায়গা পাওয়া এ ক্লাবের ছয় ফুটবলার হলেন- পাবলো জাবালেতা, রাহিম স্টার্লিং, ভিনসেন্ট কোম্পানি, ইয়াহিয়া তোরে, ডেভিড সিলভা ও সার্জিও অ্যাগুয়ারো। এছাড়া চেলসিও এ দশকের অন্যতম সেরা ক্লাব। একাদশে থাকা এ ক্লাবের তিনজন হলেন- সেজার এপলিকিয়েটা, এনগোলে কান্তে ও ইডেন হ্যাজার্ড। একাদশে জায়গা পাওয়া বাকি দুইজন হলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডেভিড ডি গেয়া ও লিভারপুলের ভার্জিল ভ্যান ডিক।

গোল ডট কমের একাদশে অ্যাগুয়েরো ও জাবালেতা এ দুই আর্জেন্টাইন জায়গা পেলেও জায়গা হয়নি কোনো ব্রাজিলিয়ানের।

এই দশকে লা লিগার সেরা একাদশ : গোলরক্ষক : ডেভিড ডি গেয়া ডিফেন্ডার : পাবলো জাবালেতা, ভিনসেন্ট কোম্পানি, ভার্জিল ভ্যান ডিক, সেজার এপলিকিয়েটা, মিডফিল্ডার : ইয়াহিয়া তোরে, এনগোলো কান্তে, ডেভিড সিলভা স্ট্রাইকার : রাহিম স্টার্লিং, সার্জিও অ্যাগুয়ারো, ইডেন হ্যাজার্ড।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড