• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাল নিউজিল্যান্ড যাবে যুবা টাইগাররা

  ক্রীড়া ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০১৯, ২০:১০
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯  ক্রিকেট দল
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল (ছবি : সংগৃহীত)

এশিয়া কাপের ফাইনালে জয়ের খুব কাছে গিয়েও ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এবার সে দুঃখ ঘোচাতে নিউজিল্যান্ড যাচ্ছে যুবা টাইগাররা। সোমবার (২৩ সেপ্টেম্বর) ক্রাইস্টচার্চের উদ্দেশে ঢাকা ছাড়বেন ভবিষ্যত সাকিব-তামিমরা।।

সফরে পাঁচটি ওয়ানডে খেলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আসন্ন এই সিরিজকে সামনে রেখে রবিবার (২২ সেপ্টেম্বর) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আকবর আলীর নেতৃত্বে ১৫ জনের দল যাচ্ছে তাসমান সাগরের পাড়ের দেশটিতে।

আগামী ২৫ সেপ্টেম্বর ক্রাইস্টচার্চে পৌঁছাবে বাংলাদেশের যুব দল। দুই দিন পর হবে একটি প্রস্তুতি ম্যাচ। ২৯ সেপ্টেম্বর হবে প্রথম ওয়ানডে, ভেন্যু ক্রাইস্টচার্চের লিংকন ইউনিভার্সিটির বার্ট সুটক্লিফ ওভালে।

একই মাঠে হবে বাকি চার ম্যাচ- ২, ৬, ৯ ও ১৩ অক্টোবর। আকবররা দেশের ফিরতি বিমান ধরবেন ১৪ অক্টোবর।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, শাহাদাৎ হোসেন, রকিবুল হাসান, আসাদউল্লাহ হিল, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, মাহমুদুল হাসান, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শামীম হোসেন, অনিক সরকার, হাসান মুরাদ।

স্ট্যান্ডবাই : অমিত হাসান, প্রান্তিক নওরোজ নাবিল, আশরাফুল ইসলাম, রিশাদ হোসেন, শাহীন আলম, মিনহাজুর রহমান।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড