• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

গত ২৫ বছরে এমনটা দেখেনি বার্সেলোনা

  ক্রীড়া ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০১
গ্রানাডা ও  বার্সেলোনা
লা লিগায় গ্রানাডার কাছে হেরেছে বার্সেলোনা (ছবি : সংগৃহিত)

লা লিগায় পাঁচ ম্যাচে দুই হার এ এক ড্রতে মাত্র সাত পয়েন্ট পেয়েছে বার্সেলোনা। বার্সার এমন শুরু একেবারেই বেমানান। গতকাল (শনিবার, ২১ সেপ্টেম্বর) গ্রানাডার কাছে ২-০ গোলে হেরে আরও অবনতি মেসিদের। নিয়েভো লস কারমেনসে গ্র‌ানাডার হয়ে গোল দুটি করেন র‌্যামন আজেজ ও আলভারো ভাদিলো। চোট কাটিয়ে লিগে মাঠে নামেন লিওনেল মেসি। তবে এতেও শেষ রক্ষা হয়নি কাতালানদের। এতে এ মুহুর্তে টেবিলের সাত নম্বরে অবস্থান করছে লিগ চ্যাম্পিয়নরা।

এবারের মৌসুমে এখন পর্যন্ত যে তিনটি ম্যাচ প্রতিপক্ষের মাঠে খেলেছে, কোনোটিতেই জিততে পারেনি বার্সেলোনা। হিসাব করলে দেখা যায়, এ তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়েছে ভালভার্দের শিষ্যরা। মজার তথ্য হলো, সব প্রতিযোগিতা মিলে ঘরের বাইরে গত সাতটি ম্যাচে জয় পায়নি বার্সেলোনা। লা লিগায় কাতালানদের ইতিহাস ঘাঁটলে পরিস্কার, সবশেষ ১৯৯৪-৯৫ মৌসুমে ইয়োহান ক্রুইফের অধীনে বার্সেলোনার ড্রিম টিমের এত বাজে পারফরম্যান্স ছিল।

সেবার লিগে চতুর্থ স্থানে মৌসুম শেষ করেছিল বার্সা। আর চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কাছে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল তারা। এবার বার্সার ডিফেন্সও চোখে পড়ার মতো। পাঁচ ম্যাচে নয় গোল হজম করেছে তারা। ১৯৯৬-৯৭ মৌসুমে পর এবারই লিগ শুরুর পাঁচ ম্যাচে এত বেশি গোল আদায় করেছে কাতালানদের প্রতিপক্ষরা।

অপর দিকে, ২০১৬-১৭ মৌসুমে গ্রানাডা টেবিলের তলানিতে থেকে রেলিগেশনে পড়েছিল। তারাই ২০১৯-২০ মৌসুমে এখন পর্যন্ত টেবিলের শীর্ষে। ঘরের মাঠে তারা এবার মাত্র ৬৪ সেকেন্ডেই লিড নেয় মেসিদের বিপক্ষে। যা লিগে বার্সার বিপক্ষে দ্বিতীয় দ্রুততম সময়ে গোলের রেকর্ড। ২০১১ সালে করিম বেনজেমা ২১ সেকেন্ডে বার্সার জালে বল জড়ান।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড