• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেসির ফেরার ম্যাচে পয়েন্ট হারাল বার্সেলোনা

  ক্রীড়া ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২৯
মেসি
লিওনেল মেসি। (ছবি : সংগৃহীত)

স্প্যানিশ লা লিগায় নতুন মৌসুমে চার ম্যাচ পর দলের সেরা তারকা লিওনেল মেসিকে নিয়ে মাঠে নামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। মেসির ফেরার ম্যাচে ধাক্কা খেলো কাতালনরা।

শনিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় গ্রানাডার মাঠে ২-০ গোলে হারে বার্সেলোনা। ঘরোয়া লিগে গ্রানাডার বিপক্ষে টানা ৬ ম্যাচ জয়ের পর পয়েন্ট হারাল বার্সা। সবশেষ ছয় বছর আগে ১-০ গোলে এই ক্লাবটির বিপক্ষে হেরেছিল মেসিরা!

প্রতিপক্ষ গ্রানাডার বিপক্ষে কাতালানদের জয়ে রেকর্ডটা বেশ ভালো; ২০১১ সাল থেকে এখন পর্যন্ত ১২ দেখায় কেবল এক ম্যাচ জিতেছে স্পেনের আন্দালুসিয়া নামক স্বায়ত্তশাসিত অঞ্চলের ক্লাবটি।

আগের ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৫-২ গোলের বড় জয় পেয়েছিল বার্সা। এই নিয়ে চলতি মৌসুমে দুবার হারের তিক্ত স্বাদ পেল ন্যু ক্যাম্প বাসিন্দারা।

ম্যাচের শুরুর একাদশে ছিলেন না মেসি, প্রথমপর্বে তাকে ছাড়াই খেলে বার্সা। তবে বিরতির পর ৪৬তম মিনিটে মাঠে নামেন অধিনায়ক মেসি। আগের এক গোলে পিছিয়ে থাকা কাতালানদের উদ্ধার করতে পারেন নি মেসি।

রাত ১টায় শুরু হওয়া ম্যাচের শুরুতেই এগিয়ে যায় গ্রানাডা। প্রথম ৪৫ মিনিটে এই এক গোল শোধ করতে তো পারেনি বটে; উল্টো দ্বিতীয়ার্ধে প্যানাল্টি থেকে গোল খেয়ে বসে কাতালানরা।

চলতি মৌসুমে ৫ ম্যাচে বার্সা গোল হজম করেছে ৯টি; বিপরীতে ১২টি গোল করেছেন কাতালানরা। লা লিগায় আজই প্রথম মেসির সঙ্গে গ্রিজম্যানের দেখা হয়েছে- চ্যাম্পিয়নস লিগে মেসি মাঠে নামলেও খেলেছেন কেবল ৩০ মিনিট; এছাড়া তরুন ফরোয়ার্ড আনসু ফাতিও দ্বিতীয়ার্ধে মাঠে নামেন। আগের ম্যাচে গোল পেলেও এই ম্যাচে সাফল্য আসেনি।

এই হারে পয়েন্ট টেবিলের সাতে নেমে গেল বার্সা। এ দিকে ৫ ম্যাচে তিন জয়ে টেবিলের চূড়ায় উঠল গ্রানাডা।

একই রাতে সাড়ে ১০টায় অ্যাতলেটিকো মাদ্রিদ সেল্টা ভিগোর বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেছে।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড