• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাঁচ বছর পর আফগানিস্তানকে হারাল বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০১৯, ০১:১০
বাংলাদেশ
আফগানিস্তানকে হারাল বাংলাদেশ। (ছবি : সংগৃহীত)

টি-টুয়েন্টিতে বাংলাদেশের কাছে আফগানিস্তান যেন এক আতঙ্কের নাম। এ দলটির বিপক্ষে সব মিলিয়ে পাঁচটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথম দেখায় টাইগাররা জয় পেলেও আফগানদের বিপক্ষে হেরেছে পরের চার ম্যাচেই।

২০১৪ সালে ঘরের মাঠে টি-টুয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর ভারতের দেরাদুনে তিন ম্যাচের সিরিজে হতে হয়েছে হোয়াইটওয়াশ।

ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচেও স্বাগতিকদের লজ্জার হার দিয়েছে আফগানরা। অবশেষে রশিদ-নবীদের বিপক্ষে টানা চার ম্যাচ পরাজয়ের পর জয়ের দেখা পেল বাংলাদেশ।

সন্ধ্যায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় স্বাগতিক অধিনায়ক সাকিব আল হাসান।

ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত হয় আফগান দুই ওপেনারের কল্যাণে। সিরিজের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে ১৩৯ রানের লক্ষ্য দেয় আফগান ব্যাটসম্যানরা।

টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের ঝড়ো ব্যাটিংয়ে সে লক্ষ্য তাড়া করে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ৪৫ বলে ৮ চার আর ১ ছক্কায় ৭০ রানে অপরাজিত থাকেন সাকিব। ১২ বলে ১ চারে ১৯ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক।

শেষ পর্যন্ত এক ওভার ও ৪ উইকেট হাতে রেখে দীর্ঘ পাঁচ বছর পর আফগানদের বিপক্ষে টি-টুয়েন্টিতে জয় পায় বাংলাদেশ। আগেই দুই দলের ফাইনাল নিশ্চিত হওয়ায় আজকের ম্যাচটি ছিল কেবলই নিয়মরক্ষার। তবে ঘষামাজার ম্যাচে টাইগাররা নিজেদের ভালোভাবেই প্রস্তুত করলেন, সঙ্গে বৃ্দ্ধি করলেন নিজেদের আত্মবিশ্বাস। আগামী ২৪ সেপ্টেম্বর মিরপুরে ফাইনালে মুখোমুখি হবে দুই দল।

ওডি/এসএইচএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড