• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্মিথের অবিশ্বাস্য ব্যাটিংয়ের রহস্য জানালেন শচীন

  ক্রীড়া ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৩
স্টিভেন স্মিথ ও শচীন টেন্ডুলকার (ছবি : সংগৃহীত)
স্টিভেন স্মিথ ও শচীন টেন্ডুলকার (ছবি : সংগৃহীত)

নির্বাসন কাটিয়ে অ্যাশেজ লড়াইয়ে চার টেস্ট, সাত ইনিংসে ৭৭৪ রান করেছেন স্টিভেন স্মিথ। একটি ডাবল সেঞ্চুরিসহ তিনটি সেঞ্চুরি। গড় ১১০ দশমিক পাঁচ সাত। স্মিথের ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছিল ক্রিকেট দুনিয়া। মুগ্ধ লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। কীভাবে ব্রিটিশ বোলারদের কালো ঘাম ছুটিয়ে এই রান করেছেন স্মিথ। সাবেক এই অজি অধিনায়কের সফল ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন শচীন।

এক অ্যাপে ভিডিও তৈরি করে স্মিথের ব্যাটিংয়ের টেকনিক ব্যাখ্যা করে শচীন বলেন, ‘সিরিজের শুরুর থেকে ইংলিশ বোলাররা স্মিথকে স্লিপে ক্যাচ করানোর পরিকল্পনা করেছিলেন। সেই মতো তারা অফ সাইডে বোলিং করে যান। বুদ্ধিমান স্মিথ পাল্টা, অফ স্টাম্পে একটু এগিয়ে গিয়ে, লেগ স্টাম্প ছেড়ে ব্যাটিং করেই সফল হয়েছেন। অফের বল আসলে তখন প্রতিক্ষেত্রেই লিভ করেছেন স্মিথ।’

ভিডিওতে লিটল মাস্টার আরও বলেন,‘লর্ডস টেস্ট থেকে কিন্তু ছবিটা পাল্টে গিয়েছিল। জোফরা আর্চার ক্রমাগত শট পিচ বল করে স্মিথকে ব্যাকফুটে ঠেলে দিতে শুরু করেন। জোফরার টার্গেটই ছিল, বাউন্সার দাও, স্মিথ সমস্যায় পড়ে ক্রিজের পিছনের দিকে পিছিয়ে যাবে। এভাবেই কিন্তু জোফরার শট পিচ বলে চোট পায় স্মিথ। পরে স্মিথ কিন্তু এটা বুঝে গিয়ে, পরিকল্পনা পাল্টে ফেলে। সেকারণে বাঁ পা এগিয়ে দিয়ে খেলা শুরু করে। সিরিজের চতুর্থ ও পঞ্চম টেস্টে ব্যাকফুটে খেলার পরিবর্তে বাঁ পা এগিয়ে মাথা ঝুঁকিয়ে বার বার বল ছেড়ে দিয়েছে! এভাবেই বড় ক্রিকেটাররা পরিকল্পনা পাল্টে কঠিন পরিস্থিতিতে ক্রিকেট খেলেন। স্মিথের ম্যাচ রিডিং ক্ষমতার প্রশংসা করতেই হয়।’

এছাড়া শচীন আরও যোগ করেন, ‘জটিল টেকনিক হলেও স্মিথের চিন্তা-ভাবনা প্রচণ্ড স‌ংগঠিত। সেটাই ওকে বাকিদের চেয়ে আলাদা করে দেয়। পিচ থেকে বল নড়তে শুরু করলে স্মিথকে দেখা যেত দ্রুত ব্যাট সরিয়ে নিচ্ছে। টেস্টে এ ভাবেই ব্যাট করা উচিত।’

সদ্য শেষ হওয়া এই অ্যাশেজ সিরিজে নতুন নতুন রেকর্ডের জন্ম দিয়েছেন স্মিথ। নিজের অভিষেক সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার টেস্টে করা ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কারের ৭৭৪ রানের সেই চিরস্মরণীয় সংখ্যা ছুঁয়ে ফেলেন স্মিথ। পাশাপাশি একবিংশ শতাব্দীতে এক টেস্ট সিরিজে সর্বাধিক রান করার রেকর্ডও ভেঙে দিলেন তিনি। এর আগে অবশ্য স্মিথেরই এই রেকর্ড ছিল। ভারতের বিপক্ষে ২০১৪-১৫ সালে ৭৬৯ রান করেছিলেন তিনি।

অল্পের জন্য স্মিথ ভাঙতে পারেননি চার টেস্টে করা ভিভ রিচার্ডসের সর্বাধিক রানের রেকর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৭৬ সালে চার টেস্টে ভিভ করেছিলেন ৮২৯ রান।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড