• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  ফেনী প্রতিনিধি

২০ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৮
ছবি : দৈনিক অধিকার
ছবি : দৈনিক অধিকার

ফেনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনীর সিভিল সার্জন ডা. মো: নিয়াতুজজামান।

ফেনী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক মোছা. সুমনী আক্তার।

বিশেষ অতিথি ছিলেন- ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, ছাগলানাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন চন্দ্র রায়, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের সহকারী কমিশনার এন এম আবদুল্লাহ আল মামুন, জেলা ক্রীড়া কর্মকর্তা ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মো: হারুন অর রশিদ কাজল, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, সদর উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আবুল হাশেম, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিম প্রমুখ ।

উদ্বোধনী খেলায় ফেনী সদর উপজেলা দল ও দাগনভূঞা উপজেলা দল মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হওয়ায় ট্রাইবেকারে গড়ায়। পরে দাগনভূঞা উপজেলা দল ৮-৭ গোলে ফেনী সদর উপজেলা দলকে পরাজিত করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর)একই মাঠে বালকদের খেলায় সোনাগাজী উপজেলা বনাম ছাগলনাইয়া উপজেলা দল এবং বালিকাদের সদর উপজেলা বনাম দাগণভূঞাঁ উপজেলা দল মুখোমুখি হবে। টুর্নামেন্টে জেলার ৬টি উপজেলা ও ফেনী পৌরসভা দল সহ বালক-বালিকা মোট ১৪টি দল অংশগ্রহণ করেছে।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড