• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

চ্যাম্পিয়নস লিগে আর্জেন্টাইনের বিস্ময়কর রেকর্ড

  ক্রীড়া ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৫
অ্যাঞ্জেল ডি মারিয়া
সাবেক ক্লাব রিয়ালের বিপক্ষে জোড়া গোল করেন মারিয়া (ছবি : সংগৃহীত)

ক্লাব ফুটবল ইতিহাসে নিঃসন্দেহে সেরা দুই দল স্পেনের বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়স লিগ ইতিহাসেও এ দুই দলের দাপট অনেক বেশি। দুই ক্লাবের বিপক্ষে একই ম্যাচে জোড়া গোল করেছেন এমন এলিট ক্লাবে প্রবেশ করলেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

আর্জেন্টাইন তারকা মারিয়ার আগে রিয়াল ও বার্সা দুই দলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে জোড়া গোল করেন কেবল দুইজন। তারা হলেন- পোর্তো, স্পোর্টিং লিসবন ও গ্যালাতাসারাইয়ের স্ট্রাইকার মারিও জারডেল ও এসি মিলানের কিংবদন্তি স্ট্রাইকার আন্দ্রে শেভচেঙ্কো।

চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতে 'এ' গ্রুপে ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে প্রথমার্ধেই জোড়া গোল করেন মারিয়া। ১৪ মিনিটে থিয়াবো কোর্তুয়াকে পরাস্ত করেন প্রথমে। ৩৩ মিনিটে দ্বিতীয় গোল আদায় করেন সাবেক রিয়াল তারকা।

এর আগে ২০১৬-১৭ মৌসুমে বার্সেলোনার বিপক্ষে ঘরের মাঠে পিএসজির হয়ে জোড়া গোল করেন ডি মারিয়া। শেষ ষোলোর প্রথম লেগে সেবার কাতালানদের ৪-০ গোলে হারায় পিএসজি। তবে দ্বিতীয় লেগে বার্সার কাছে ৬-১ গোলে বিধ্বস্ত হয়ে বিদায় নিয়েছিল ফরাসি জায়ান্টরা।

ডি মারিয়া একই সঙ্গে সার্জিও আগুয়েরোর পর দ্বিতীয় আর্জেন্টাইন হিসেবে রিয়াল ও বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে গোলের রেকর্ড গড়েন। এ মৌসুমে ফরাসি লিগেও নিজেদের প্রথম ম্যাচে গোল করেন ডি মারিয়া। এতে বোঝা যাচ্ছে ৩১ বছর বয়সী মারিয়া কতটা ছন্দে আছেন।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড