• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

আমিনুলের ভবিষ্যৎ উজ্জ্বল : মাহমুদউল্লাহ

  ক্রীড়া ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩০
মাহমুদউল্লাহ
সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ (ছবি : সংগৃহীত)

এক ম্যাচ দেখেই লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে নিয়ে বেশি উচ্চাশা করছেন না মাহমুদউল্লাহ। এখনই বড় কিছু করে ফেলবেন মনে করেন না তিনি। তবে বিপ্লবের মধ্যে প্রতিভার কমতি নেই। একে কাজে লাগিয়ে অনেক দূর যেতে পারবে মনে করেন টি-টুয়েন্টির সহ-অধিনায়ক।

দলে আমিনুলের আকস্মিক অন্তর্ভুক্তি অনেকের মনে প্রশ্ন জাগে। বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দল থেকে তাকে সরাসরি আনা হয়েছে জাতীয় দলে। তিনি খেলছেন লেগ স্পিনার হিসেবে। অথচ ঘরোয়া ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে খেলতেন।

নির্বাচকেরা লেগ স্পিনার হিসেবে নির্বাচন করে যে ভুল করেননি, সেটি প্রমাণ করতে আরও সময় দরকার হয়তো। তবে আমিনুলের শুরুটা হলো দুর্দান্ত। জহুর আহমেদ স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে চার ওভারে ১৮ রানে দুই উইকেট নিয়ে নজর কাড়লেন ১৯ বছর বয়সী।

আমিনুলকে মাহমুদউল্লাহই চিনলেন দুদিন হলো। ১৯ বছর বয়সী লেগ স্পিনারের বোলিং দেখে ভীষণ মুগ্ধ বাংলাদেশ দলের এ অভিজ্ঞ ব্যাটসম্যান, ‘আজ যখন মাঠে নামছিলাম খুব করে চাইছিলাম বিপ্লব (আমিনুল) খুব ভালো করুক। আমি ব্যক্তিগতভাবে তাকে চিনতাম না। ওর খেলাও দেখিনি কখনো। যখন ওকে নেটে দেখলাম, মনে হলো ওর মধ্যে এক্স-ফ্যাক্টর আছে। খুব চাইছিলাম যেন সে ভালো করে। ওর পারফরম্যান্স দেখে অনেক খুশি। সাকিবকে বলছিলাম, সে যে সাহস নিয়ে বোলিং করেছে, দুর্দান্ত! ফিল্ডিং ভালো করে। ব্যাটিং সামর্থ্যও ভালো। যেভাবে শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট, এটা যদি ধরে রাখতে পারে বাংলাদেশকে আরও অনেক সাফল্য এনে দিতে পারবে সে।’

শুধু বোলিং নয়, আমিনুলের শরীরি ভাষাও মুগ্ধ করেছে মাহমুদউল্লাহকে, ‘আন্তর্জাতিক অভিষেকে সবারই কম-বেশি স্নায়ুচাপ থাকে। ওকে আজ শুধু বলছিলাম যাই করো, বুকে সাহস নিয়ে করবে। ভয় নিয়ে খেললে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকা যায় না। যা করবে মন খুলে। মনে হচ্ছিল কথাগুলো সে অনুভব করছিল এবং সেভাবেই বোলিং করেছে। ওর বোলিং দেখে মনে হচ্ছিল সে বেশ আক্রমণাত্মক। তার ফিল্ডিং, শারীরিক ভাষাও বেশ আক্রমণাত্মক। টি-টুয়েন্টিতে এটা খুব দরকার। কখনো কখনো হয়তো এসব কাজে আসবে না। তবে বেশির ভাগ সময় কাজে আসবে। তবে অনেক খুশি যে সে ভালো করেছে।’

এমন দুর্দান্ত শুরু করেও হারিয়ে গেছেন কতজন। লেগ স্পিনার জুবায়ের হোসেনের শুরুটাও ছিল বিস্ময় জাগানিয়া। অথচ তিনি কোথায় হারিয়ে গেলেন। সময়ের স্রোতে আমিনুল আরেকজন জুবায়ের হবেন না কিনা সে প্রশ্নেরও জবাব দিলেন মাহমুদউল্লাহ। ‘লিখন (জুবায়ের) যখন শুরু করেছিল, ওকে খুব দুর্দান্ত মনে হতো। ওর গুগলি পড়া খুব কঠিন হতো। এর মধ্যে ওর ফর্মে অনেক উত্থান-পতন হয়েছে। আমরা তেমন ভালো লেগ স্পিনার পাচ্ছিলাম না। অনেক দিন ধরে চেষ্টা করা হচ্ছিল। এই ছেলেটাকে অনেক সম্ভাবনাময় মনে হচ্ছে। দলের সবাই অনেক উৎসাহিত করছি তাকে। উজ্জ্বল ভবিষ্যৎ আছে ছেলেটার।’

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড