• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

টি-টুয়েন্টির রাজা গেইলের অনন্য অর্জন

  ক্রীড়া ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৬
ক্রিস গেইল
উইন্ডিজ ক্রিকেটার ক্রিস গেইল (ছবি: সংগৃহীত)

টি-টুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যান ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল। ৩ দিন পর ৪০ বছরে পা দিতে যাওয়া গেইল এ বয়সেও বোলারদের জন্য আতঙ্ক ছড়ান।

বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জামাইকা তালওয়াহসের হয়ে মাঠ মাতাচ্ছেন গেইল। রবিবার (১৫ সেপ্টেম্বর) জামাইকা তালওয়াহসের হয়ে ২২ রান করার পথে অনন্য এক মাইলফলক অর্জন করলেন ইউনিভার্স বস খ্যাত এ ক্রিকেটার।

একমাত্র ব্যাটসম্যান হিসেবে টি-টুয়েন্টিতে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। ২২টি শতক ও ৮০টি অর্ধশতকের মাধ্যমে এ কৃতিত্ব অর্জন করেন গেইল।

এখন পর্যন্ত সব মিলিয়ে ৩৮৯ ম্যাচের ৩৮১ ইনিংসে ব্যাট করেছেন গেইল। ৩৯.০৭ গড়ে ১৪৭.৫৫ স্ট্রাইক রেটে ১৩০১৩ রান করেন এ ব্যাটসম্যান। এ রান করতে গেইল ছক্কা হাঁকিয়েছেন ৯৫৮টি। এছাড়া চার হাঁকিয়েছেন ১০০১টি। তার ক্যারিয়ার সেরা ইনিংস অপরাজিত ১৭৫ রান। ৩৮১ ইনিংসের মধ্যে ৪৮ ইনিংসে তিনি অপরাজিত থাকেন তিনি।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড