• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

১ কোটি ৬০ লাখের ইয়াসিন এবার পেলেন অধিনায়কত্ব

  ক্রীড়া ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৬
ইয়াসিন আরাফাত
বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ ফুটবল দলের সংবাদ সম্মেলন (ছবি: সংগৃহীত)

সাইফ স্পোর্টিং ক্লাবের তরুণ ফুটবলার ইয়াসিন আরাফাত এর আগে আলোচনায় আসেন তার আকাশছোঁয়া রিলিজ ক্লজের জন্য। এ ফুটবলারের রিলিজ ক্লজ ধরা হয়েছে ১ কোটি ৬০ লাখ টাকা। আবারও আলোচনায় এ ফুটবলার। এবার পেলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ ফুটবল দলের অধিনায়কত্ব।

নেপালের কাঠমান্ডুতে শুরু হতে যাওয়া সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল দলের নেতৃত্বের দায়িত্ব দেয়া হয়েছে ইয়াসিন আরাফাতকে। এছাড়া বিশ্বকাপ বাছাইপর্বে আফগানিস্তানের বিপক্ষে স্কোয়াডেও ছিলেন তিনি। তবে মাঠে নামার সুযোগ হয়নি তরুণ এ ফুটবলারের।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দলের নতুন এ অধিনায়ক দলকে নিয়েও আশাবাদী। শিরোপা জয়ের আশা ব্যক্ত করে তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। দলের সব বিভাগেই ভালো ফুটবলার আছে। আমরা কাঠমান্ডুতে শিরোপা জয়ের সর্বোচ্চ চেষ্টা করবো।’

টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশ ২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ২৫ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে। দুটি সেমিফাইনাল হবে ২৭ সেপ্টেম্বর, আর ফাইনাল ২৯ সেপ্টেম্বর।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড