• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাদ পড়ে এক ধাপ নিচে নামলেন সৌম্য সরকার

  ক্রীড়া ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১১
সৌম্য সরকার
জাতীয় দল থেকে বাদ পড়লেন সৌম্য (ছবি : সংগৃহীত)

সৌম্য সরকারকে সুযোগ দেওয়া হয়েছিল যথেষ্ট। ওপেনিংয়ে নিজেকে গড়ে তোলার এই সুযোগ পাওয়াটাও ছিল ভাগ্যের ব্যাপার। তামিম ইকবালের অনুপস্থিতে নিজেকে ওপেনিংয়ে থিতু করার সুযোগ সৌম্য নিজেই কিনা হাতছাড়া করলেন। জাতীয় দলের স্কোয়াড থেকে তাই ছিটকে গেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। সৌম্যের নতুন ঠিকানা বাংলাদেশ ‘এ’ দল। সঙ্গী হিসেবে তিনি পেলেন মেহেদী হাসান মিরাজকে।

‘ও ভাই’ ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে চার ও আফগানিস্তানের বিপক্ষে শূন্যতে আউট হন সৌম্য সরকার। অনেকদিন ধরে রান খরায় ভুগছিলেন তিনি। এ সিরিজেও নিজেকে মেলে ধরতে পারলেন না। টি-টুয়েন্টি ফরম্যাটেও অনেকদিন ধরে রানের মধ্যে নেই বাঁহাতি ব্যাটসম্যান।

সবশেষ দশ ইনিংস খেলে মাত্র ৮৭ রান করেছেন সৌম্য। এর মধ্যে দুই অঙ্ক স্পর্শ করেছেন মাত্র তিনবার। সর্বোচ্চ রান ৩২। ছন্দে ফেরাতে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গী করা হলো তাকে। মিরাজ টেস্টে থাকলেও টি-টুয়েন্টি সিরিজে ছিলেন না। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। আগামী বুধবার (১৮ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা সফরে যাবে সৌম্য-মিরাজরা।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড