• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোমবার কাতারে উড়াল দিচ্ছে অনূর্ধ্ব-১৬ ফুটবল দল

  ক্রীড়া ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩০
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী ১৮ সেপ্টেম্বর স্বাগতিক কাতারের বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইয়ের মিশন শুরু করবে বাংলাদেশ দল। ২০ তারিখ ভুটান এবং ২২ সেপ্টেম্বর ইয়েমেনের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশের কিশোররা। এই ম্যাচগুলোতে সামনে রেখে আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) কাতার যাচ্ছে কিশোররা।

গেলবার অল্পের জন্য দ্বিতীয় পর্বে উঠতে ব্যর্থ হওয়া বাংলাদেশের কিশোররা এবার সে আক্ষেপ ঘোচাতে চায়। এ দিকে, কোচ রবার্ট মার্টিন বলছেন বাছাইপর্ব সামনে রেখে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছেন ফুটবলাররা। মাঠে তা প্রয়োগ করতে পারলে পরের পর্ব নিশ্চিত করা অসম্ভব নয়।

এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইয়ে পরীক্ষা দিতে এবার কাতারের বিমান ধরার অপেক্ষায় জনি-রবিউলরা। অনূর্ধ্ব-১৬ ফুটবল দলটি নিয়ে কোচ বেশ আত্মবিশ্বাসী। কোচ রবার্ট মার্টিন বলেন, 'এই দলটা প্রতি আমার দারুণ আত্মবিশ্বাস আছে। বেশ কিছুদিন থেকেই ওদের অনুশীলন করাচ্ছি। দলের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হয়েছে। যদিও বয়সের কারণে অনেকেই বাছাই পর্বে খেলতে পারছে না। কিন্তু ওদের বদলে যারা এসেছে তারাও প্রতিভাবান। মাঠে সেরাটা দিয়ে খেলতে পারলে পরের পর্বে খেলাটা দলের জন্য অসম্ভব হবে না।'

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড