• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অজিদের সামনে পাহাড়সম লক্ষ্য

  ক্রীড়া ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৫
বেন স্টোকস ও জো ডেনলি
বেন স্টোকস ও জো ডেনলি (ছবি: সংগৃহীত)

অ্যাশেজের শেষ টেস্টে কেনিংটন ওভালে অস্ট্রেলিয়াকে ৩৯৯ রানের বিশাল টার্গেট দিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ফলে এ ম্যাচ জিততে হলে পাহাড় টপকাতে হবে অজিদের।

৬৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে স্বাগতিকরা। জো ডেনলির ৯৪ ও বেন স্টোকসের ৬৭ রানের ওপর ভর করে এ ইনিংসে ৩২৯ রান করে তারা। ফলে অজিদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৯৯ রানের। অস্ট্রেলিয়ার পক্ষে নাথান লায়ন শিকার করেন ৪ উইকেট। এছাড়া প্যাট কামিন্স, পিটার সিডল ও মিশেল মার্শ দুটি করে উইকেট শিকার করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত অজিদের সংগ্রহ ২ উইকেটে ২৯ রান।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ২৯৪ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ২২৫ রানেই অলআউট হয় অস্ট্রেলিয়া। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড