• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ শুরু হতে সময় লাগবে

  ক্রীড়া ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৩
ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ
মাঠ প্রস্তুত করার কাজ চলছে মিরপুর স্টেডিয়ামে (ছবি : সংগৃহীত)

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় মাঠে নামার কথা ছিল বাংলাদেশ-জিম্বাবুয়ের। তবে বৃষ্টির কারণে মাঠ এখনো খেলার উপযোগী হয়নি। সন্ধ্যা ৭টায় পিচ পরিদর্শন করতে মাঠে নামবেন ফিল্ড আম্পায়াররা। এ ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করছেন শরফুদ্দৌলা ও মাসুদুর রহমান। তাদের সিদ্ধান্তের পরই ম্যাচ শুরু হবে কখন জানা যাবে।

বিকাল চারটার সময় বৃষ্টি থেমে যায়। এরপরই মাঠকর্মীরা আউটফিল্ড খেলার উপযোগী করতে কাজে লেগে পড়েন। তবে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছিল। পিচ ঢাকা থাকলেও মাঠের আউটফিল্ড ভেজা রয়েছে। সন্ধ্যা ছয়টার দিকে মাঠের ৪০ শতাংশ পরিচর্যা সম্পন্ন হয়েছিল। ছয়টায় টস পর্ব হওয়ার কথা থাকলেও তা শুরু হয়নি।

ম্যাচ যত দ্রুত সম্ভব প্রস্তুত হলে গড়াবে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচটি। এ ম্যাচে অভিষেকের অপেক্ষায় রয়েছেন পেসার ইয়াসিন আরাফাত মিশু। টি-টুয়েন্টিতে এখন পর্যন্ত নয় ম্যাচে মুখোমুখি হয়ে বাংলাদেশ জিতেছে পাঁচটিতে ও জিম্বাবুয়ে জিতেছে চার ম্যাচ।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড