• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘ছক্কায় তালি, আউটে গালি’

  ক্রীড়া প্রতিবেদক

১২ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৪
মোসাদ্দেক
মোসাদ্দেক (ছবি : সংগৃহীত)

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে লজ্জার হার দেখেছে বাংলাদেশ। এই টেস্টে প্রথম ইনিংসে রান পেলেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। মূলত প্রথম ইনিংসে আগ্রাসী মেজাজ নিয়েই সাফল্য পেয়েছেন- দ্বিতীয় ইনিংসে একই পন্থায় খেলতে গিয়ে ডুবেছেন। যার জন্য প্রশংসা আর গালমন্দ দুটোই জুটেছে তার।

প্রথম ইনিংসে আট নম্বরে নেমে ৪৮ রানে অপরাজিত ছিলেন মোসাদ্দেক। দ্বিতীয় ইনিংসে বড় একটি সুযোগ পেয়েছিলেন। তাকে পাঠানো হয়েছিল তিন নম্বরে। টেস্টে প্রথমবারের মতো সুযোগ পেয়েছিলেন টপ অর্ডারে ব্যাটিংয়ের। কিন্তু বাজে শট খেলতে গিয়ে সেই সুযোগ নষ্ট করেন এই অলরাউন্ডার।

বুধবার (১১ সেপ্টেম্বর) অনুশীলনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোসাদ্দেক- ‘একেকজন ব্যাটসম্যান যখন ব্যাট করে, সবার ভাবনা একেকরকম থাকে। একেকজন একেক স্টাইলে রান করতে পছন্দ করে। আমি যখন ব্যাটিংয়ে নামি, একটি বাউন্ডারি হয়ে গেলে আমি একটু রিল্যাক্সড থাকতে পারি। প্রথম ইনিংসে যখন ছক্কা মেরেছিলাম, তখন সবাই তালি দিয়েছে। দ্বিতীয় ইনিংসে আউট হওয়ায় গালি দিচ্ছে। এটিই স্বাভাবিক। আমি চেষ্টা করব পরেরবার ভুল কম করতে।’

‘অনেকের মনে হতে পারে যে, আমি মারতে গিয়ে আউট হয়েছি। প্রথম ইনিংসেও কিন্তু ছক্কা মেরে শুরু করেছিলাম! দ্বিতীয় ইনিংসেও ছয় হলে অন্যরকম হতে পারত। হয়নি, এটা হতাশার।’

আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে বাংলাদেশ। টেস্টে হেরে কিছুটা চাপেই আছেন টাইগাররা; তবে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে চাপ নিয়ে মাঠে নামতে নারাজ দলে জায়গা পাওয়া মোসাদ্দেক- ‘এখন যদি আমরা চিন্তা করি যে কামব্যাক করা কঠিন তাহলে জিনিসটি অন্যরকম হয়ে যায়। ফরম্যাটটি পুরোপুরি আলাদা। টেস্ট ক্রিকেট ছিল আর এখন টি-টুয়েন্টি। সবাই চিন্তা করছে টি-টুয়েন্টি নিয়ে। আর এগুলোর চেয়েও আমরা বেশি ফোকাস করছি একটি ম্যাচ জেতার দিকে। ইনশাআল্লাহ একটি ম্যাচ জিতলে হয়তো মোমেন্টাম আমাদের দিকে চলে আসবে।’

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড