• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

শেষ টেস্টে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড একাদশে পরিবর্তন

  ক্রীড়া ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৪
অ্যাশেজ
জেসন রয় ও মিচেল মার্শ (ছবি : সংগৃহীত)

২০০১ সালের পর আবারও ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জয়ের হাতছানি অস্ট্রেলিয়ার। ওভালে শেষ টেস্ট ড্র হলেও সিরিজ জিতবে তারা। চার ম্যাচ শেষে এরই মধ্যে ২-১ এগিয়ে টিম পেইনরা। অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথের দুরন্ত ব্যাটিংয়ে নাকানিচুবানি খাচ্ছে ইংলিশ শিবির। সঙ্গে অজি পেসার কামিন্স-হ্যাজেলউডও ছন্দে আছেন। অপরদিকে, সিরিজে ইংলিশদের প্রপ্তি স্টুয়ার্ট ব্রডের ১৯ উইকেট ও বেন স্টোকসের দুই সেঞ্চুরি।

নিষেধাজ্ঞা থেকে ফিরে এবারের অ্যাশেজে স্টিভেন স্মিথ যেমন দুরন্ত ছন্দে, তেমনি ওয়ার্নার রয়েছেন রানখরায়। পাঁচ ইনিংসে ৬৭১ রান করেছেন স্মিথ। এর মধ্যে সর্বনিম্ন ৮২ রানের ইনিংস খেলেন তিনি। অপরদিকে, আট ইনিংস মিলে মাত্র ৭৯ রান করেছেন ওপেনার ওয়ার্নার।

যার মধ্যে ছয় বারই ব্রডের বলে আউট হন তিনি। অ্যাশেজে একই বোলারের বিপক্ষে সর্বোচ্চ সাতবার আউট হওয়ার রেকর্ড মঈন আলীর। ২০১৭-১৮ মৌসুমে নাথান লায়নের কাছে এ লজ্জার রেকর্ড গড়েন তিনি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন দাবি করেছেন, পিচের অবস্থা ইংলিশদের পক্ষে হওয়ার দরকার ছিল। তবে ওভালের উইকেট চিরাচরিত ফ্ল্যাট রাখা হচ্ছে। অর্থাৎ এ উইকেট থেকে প্রচুর রান পাবেন ব্যাটসম্যানরা। ২০০১ সাল থেকে এ পর্যন্ত অ্যাশেজে পাঁচবারের মধ্যে কেবল একবারই জিতেছে ইংল্যান্ড।

ট্রাভিস হেডকে বাদ দিয়ে ওভাল টেস্টে মাঠে নামছে অস্ট্রেলিয়া। তার পরিবর্তে পেস অলরাউন্ডার মিচেল মার্শকে দলে রাখছে অজি শিবির। এছাড়া আর কোনো পরিবর্তন থাকছেনা সফারকারীদের। ম্যাচের আগে ১২ জনের নাম প্রকাশ করেছে তারা।

এ দিকে, বেন স্টোকস কাঁধের চোটের কারণে কেবল স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে খেলবেন। তাই ক্রেইগ ওভারটনকে বাদ দিয়ে ক্রিস ওকসকে একাদশে রেখেছে ইসিবি। ছন্দে ফিরতে ব্যর্থ হওয়ায় জেসন রয়কেও সাইডবেঞ্চে বসিয়ে দিল তারা। তার পরিবর্তে পেস অলরাউন্ডার স্যাম কুরান খেলবেন ওভালে। ম্যাচের আগের দিনই একাদশ ঘোষণা করছে স্বাগতিক শিবির।

ইংল্যান্ড একাদশ

ররি বার্নস, জো ডেনলি, জো রুট, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, জস বাটলার, স্যাম কুরান, ক্রিস ওকস, জোফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড ও জ্যাক লিচ।

অস্ট্রেলিয়া স্কোয়াড :

ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস, মারনাস লাবুশেইনি, স্টিভেন স্মিথ, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, নাথান লায়ন ও পিটার সিডল।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড