• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়েকে ১৪২ রানের টার্গেট দিল বাংলাদেশ

  ক্রীড়া প্রতিবেদক

১১ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৩০
মুশফিকুর রহীম (ছবি : সংগৃহীত)
মুশফিকুর রহীম (ছবি : সংগৃহীত)

আসন্ন ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে একটি প্রস্তুতি ম্যাচে বুধবার (১১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করে ১৪২ রান দাঁড় করায় বিসিবি একাদশ।

টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ তোলে বিসিবি একাদশ। টাইগারদের হয়ে সর্বোচ্চ রান করেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম (৩১ বলে ৩০)। শুরুতে ওপেনিং জুটিতে ভালোই স্কোর আসে বাংলাদেশের। দুই ওপেনার সাইফ হাসান ও মোহাম্মদ নাইমের জুটিতে ২৬ রান আসলে ১৯ বলে ২১ রানে বোল্ড হন সাইফ।

এরপর ক্রিজে আসেন জাতীয় দলের তারকা ব্যাটার সাব্বির রহমান। উইকেটে থাকা নাইমকে সঙ্গে নিয়ে দলীয় রান ৫৩ তে নিতেই ফিরে যান নাইম (১৪ বলে ২৩ রান)। এরপর উইকেটে আসেন মুশি; সাব্বির-মুশি জুটিতে দলীয় রান দাঁড়ায় ১০৬ এ; ৩১ বলে ৩০ করে আউট হন সাব্বির।

সাব্বিরের পরপরই ফিরে যান মুশি; ২৬ বলে ২৬ রান করেছিলেন জাতীয় দলের এই অভিজ্ঞ ব্যাটসম্যান। শেষের দিকে আফিফ হোসেন, আরিফুল ইসলাম ও সাইফ মিলে দলীয় রান ১০৭ থেকে ১৪২ এ নিয়ে যান; সাইফ অপরাজিত ছিলেন ৭ রানে।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড