• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মিসবাহ-ডোমিঙ্গো-শাস্ত্রী, কার বেতন কত?

  ক্রীড়া ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৫
রবী শাস্ত্রী, মিসবাহ ও ডোমিঙ্গো
বা থেকে রবী শাস্ত্রী, মিসবাহ ও ডোমিঙ্গো (ছবি: সংগৃহীত)

বিশ্বকাপ শেষে কোচদের সাথে চুক্তি বাতিল করেছে এশিয়ার তিন ক্রিকেট পরাশক্তি ভারত, পাকিস্তান ও বাংলাদেশ। ভারত রবি শাস্ত্রীর সঙ্গে চুক্তি নবায়ন করলেও বাংলাদেশ ও পাকিস্তান নতুন কোচ নিয়োগ দিয়েছে।

সম্প্রতি ভারত প্রধান কোচ রবী শাস্ত্রীর সঙ্গে চুক্তি নবায়ন করেছে। নতুন চুক্তিতে এ কোচের বেতন বেড়েছে ২০ শতাংশ। সংবাদ মাধ্যম মুম্বাই মিররের সূত্র দিয়ে প্রতিবেদন করেছে ক্রিকেট পাকিস্তান ডটকম।

ওই প্রতিবেদনে বলা হয়, ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রবি শাস্ত্রী নতুন চুক্তি অনুযায়ী প্রতি মাসে প্রায় ১৮ কোটি পাকিস্তানি রুপি আয় করেন। যা বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৬৭ লাখ ৯ হাজার ৮৩৭ টাকা।

অন্যদিকে বিশ্বকাপকালীন কোচ মিকি আর্থারের পরিবর্তে দেশটির সাবেক অধিনায়ক কোচ মিসবাহ-উল-হককে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় পিসিবি। মিসবাহ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে প্রতি মাসে ৩২ লাখ পাকিস্তানি রুপি বেতন হিসেবে পান। বাংলাদেশি মুদ্রায় ১৭ লাখ ২০ হাজার ৯২৪ টাকা।

গত ২১ আগস্ট থেকে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব নিয়েছেন দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গো। সবমিলিয়ে ট্যাক্স বা আয়কর বাদে মাসে ১৫ হাজার ডলারের কাছাকাছি পাবেন ডোমিঙ্গো। বাংলাদেশি টাকায় যেটি ১২ লাখ ৬৮ হাজার। আয়করসহ প্রোটিয়া কোচের বেতন দাঁড়াবে ১৮ হাজার ডলারের মতো।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড