• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফগান টেস্টে নতুন জার্সিতে খেলবে বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

২৫ আগস্ট ২০১৯, ২০:৪০
বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল (ছবি: সংগৃহীত)

টেস্টে ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের মাধ্যমে শুরু হয় টেস্টের বিশ্বকাপ খ্যাত এ টুর্নামেন্ট। এ টুর্নামেন্টের মাধ্যমেই ক্রিকেটপ্রেমীরা প্রথমবারের মতো টেস্ট জার্সিতে নাম ও নম্বর দেখতে পায়।

আইসিসির সর্বশেষ সভায় টেস্ট জার্সিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় আইসিসি। ফলে ১৪২ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো নাম ও নম্বর যুক্ত জার্সি পড়ে খেলতে নামে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ভারত ও ওয়েস্ট ইন্ডিজও টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদের প্রথম ম্যাচ খেলতে নামে নাম ও নম্বর যুক্ত জার্সি পরে।

চট্টগ্রামে ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সফরকারী আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নামবে। তবে আফগানরা টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা নয়টি দলের বাইরে থাকায় এ টেস্টটি চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বিবেচিত হবে না। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও এ টেস্টে নতুন জার্সি পরেই খেলতে নামবে টাইগাররা। এ টেস্ট থেকেই জার্সিতে নাম ও নম্বর যুক্ত করবে বিসিবি।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড