• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

কোহলিকে গাঙ্গুলির উপদেশ 

  ক্রীড়া ডেস্ক

২৫ আগস্ট ২০১৯, ১৫:১৭
বিরাট কোহলি ও সৌরভ গাঙ্গুলি
বিরাট কোহলি ও সৌরভ গাঙ্গুলি (ছবি: সংগৃহীত)

পরিসংখ্যানে ভারতের অন্যতম সফল অধিনায়ক কোহলি। ইতোমধ্যেই ২৬টি টেস্ট জিতেছেন তিনি। চলমান অ্যান্টিগা টেস্ট জিতলেই ধোনির সঙ্গে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ টেস্ট জয়ের রেকর্ড স্পর্শ করবেন তিনি। সফল এ অধিনায়ককে একাদশ স্থিতিশীল করার উপদেশ দিলেন দলটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

একাদশে ক্রিকেটারদের আরও সুযোগ দেয়ার আহ্বান জানান গাঙ্গুলি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমার মনে হয় এই বিষয়ে কোহলির আরও স্থিতিশীল হওয়া দরকার। ক্রিকেটারদের আরও বেশি সুযোগ দেয়া উচিত, এতে তাদের আত্মবিশ্বাস বাড়বে। এটা আমি আগেও বলেছিলাম। ওয়ানডে সিরিজে শ্রেয়াস আইয়ার দারুণ খেলেছেন। তার মতো আরও ক্রিকেটারকে এভাবে সুযোগ দেয়া উচিত। আশা করি কোহলি এটা করবেন।'

চলমান অ্যান্টিগা টেস্টের একাদশে কুলদীপ যাদব না থাকায় বিস্ময় প্রকাশ করেন সাবেক এ অধিনায়ক। এ ব্যাপারে গাঙ্গুলি বলেন, 'কুলদীপের বাদ পড়া আমাকে অবাক করেছে। শেষবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। সিডনির ব্যাটিং সহায়ক উইকেটে এটা করা সহজ ছিল না। তবে জাদেজাও ভালো ফর্মে আছেন। অ্যান্টিগার পিচে গত দিন তিনজন পেসারের দরকার ছিল। কারণ পিচে যথেষ্ট সিম মুভমেন্ট ছিল, স্পিনাররা ততটা ভালো করতে পারেনি।'

এছাড়া উইন্ডিজদের বিপক্ষে অসাধারণ খেলার পরও অশ্বিনের বাদ পড়া মানতে পারেননি গাঙ্গুলি। তিনি বলেন, 'ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার রেকর্ড অসাধারণ। এমন রেকর্ডের পরেও অশ্বিনকে বাদ দেয়া কতটুক সঠিক, সেটা কয়েকদিনের মধ্যেই জানা যাবে। একাদশে জায়গা পাওয়ার জন্য ক্রিকেটারদের এমন লড়াইটা অবশ্য দলের জন্যই ভালো। জাদেজা এই পিচে কীভাবে বোলিং করে উইকেট নেয় সেটাই দেখার বিষয়। কারণ সময় যত গড়াবে এই পিচে অসমান বাউন্স দেখা দেবে।'

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড