• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

অ্যান্টিগা টেস্টে চালকের আসনে ভারত

  ক্রীড়া ডেস্ক

২৫ আগস্ট ২০১৯, ১০:৪৮
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের তৃতীয় দিনে বিরাট কোহলি-আজিঙ্কা রাহানের ব্যাটে জোড়া অর্ধশতরান। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক ও সহঅধিনায়কের ব্যাটে উইন্ডিজের বিপক্ষে বড় রানের পথে ভারত। তৃতীয় দিনের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৮৫ রান তুলেছে ভারত। উইন্ডিজের চেয়ে টিম ইন্ডিয়া এগিয়ে আছে ২৬০ রানে।

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে এই টেস্টের প্রথম ইনিংসে ভারতকে ভালোই ভুগিয়েছিল উইন্ডিজ পেসাররা। কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েলের তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল কোহলির দল। যদিও আজিঙ্কা রাহানে ও রবীন্দ্র জাদেজার ব্যাট ভর দিয়ে তিনশর কাছাকাছি রানে পৌঁছায় তারা (২৯৭ রান)।

জবাবে ব্যাট করতে নেমে উইন্ডিজও সুবিধা করতে পারেনি। ইশান্ত শর্মার গতির আগুনে পুড়ে ২২২ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন রোস্ট চেজ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান আসে শিমরন হেটমায়ারের ব্যাট থেকে।

ভারতের পক্ষে বল হাতে দুর্দান্ত পারফর্ম করা ইশান্ত ৪২ রান দিয়ে নিয়েছেন পাঁচ উইকেট। সমান একটি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও জাদেজা।

সংক্ষিপ্ত স্কোর :

ভারত প্রথম ইনিংস ২৯৭ রান ভারত দ্বিতীয় ইনিংস ১৮৫/৩ ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ২২২ রান

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড