• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডর্টমুন্ডের টানা দ্বিতীয় জয়

  ক্রীড়া ডেস্ক

২৪ আগস্ট ২০১৯, ০৮:১৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জার্মান বুন্দেসলিগায় পরপর দুই ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বুরুশিয়া ডর্টমুন্ড। টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ক্লাবটি। তবে তাদের প্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখ এখনো লিগের খেলা শুরু করেনি; জায়ান্টরা আজই নতুন মৌসুমে শালকে বিপক্ষে মাঠে নামবে।

শুক্রবার (২৩ আগস্ট) কোলন'এর মাঠে দুর্দান্ত জয় পেয়েছে ডর্টমুন্ড; ৩-১ গোলে জয় তুলে নেয় লুসিয়েন ফাভ্রের ছেলেরা। এছাড়া লিগের প্রথম ম্যাচে ৫-১ গোলের জয় পেয়েছিল ক্লাবটি।

বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় শুরু হওয়া ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল ডর্টমুন্ড। ২৯ বছর বয়সী ডোমিনিক ড্রেক্সলারের গোলে ১-০ তে এগিয়ে যায় কোলন। প্রথমার্ধে চেষ্টা করেও ডর্টমুন্ড গোল শোধ করতে পারেনি; পিছিয়ে থেকেই বিরিতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে নেমেও গোলের দেখা পাচ্ছিলো না ডর্টমুন্ড। ম্যাচের ৭০তম মিনিটে প্রথম সাফল্য পায় ডর্টমুন্ড; ইংরেজ ফুটবলার জাদোন সানচোর গোলে সমতায় ফেরে তারা; ডর্টমুন্ডের হয়ে দ্বিতীয় গোলটি করেন মরক্কোর ফুটবলার আশরাফ হাকিমি (৮৬তম মিনিট) এবং সবশেষ গোলটি করেন স্প্যানিশ তারকা পাকো আলকাসের (৯০তম মিনিট)।

আগামী ৩১ আগস্ট লিগের তৃতীয় ম্যাচে ইউনিয়ন বার্লিনের বিপক্ষে মাঠে নামবে ডর্টমুন্ড।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড