• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিলেন ডোমিঙ্গো-ল্যাঙ্গাভেল্ট

  ক্রীড়া প্রতিবেদক

২১ আগস্ট ২০১৯, ১০:২৩
রাসেল ডোমিঙ্গো ও শার্ল ল্যাঙ্গাভেল্ট (ছবি : সংগৃহীত)
রাসেল ডোমিঙ্গো ও শার্ল ল্যাঙ্গাভেল্ট (ছবি : সংগৃহীত)

গতকাল বিকালে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন টাইগারদের প্রধান কোচ দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গো। তার আগেই সকাল ৯টায় পৌঁছেন আরেক প্রোটিয়া কোচ শার্ল ল্যাঙ্গাভেল্ট। বুধবার (২১ আগস্ট) দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন তারা।

দুজনই আজ এসেছেন মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট মাঠে। তৃতীয় দিনে সেখানে শিষ্যদের সঙ্গে যোগ দিয়েছেন নয়া দুই কোচ। তার আগে বিসিবির কাছ থেকে বুঝে নেন দায়িত্বও। কন্ডিশনিং ক্যাম্পের তৃতীয় দিন সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত চলেছে জাতীয় দলের প্রাথমিক দলের সদস্যদের নিয়ে রানিং অনুশীলন। পুরো সময়টা ক্রিকেটারদের সঙ্গে ছিলেন নতুন আসা দুই কোচ।

ডোমিঙ্গো-ল্যাঙ্গাভেল্টের সঙ্গে কাজ শুরু করবেন আগে থেকেই টাইগারদের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি ও ফিল্ডিং কোচ রায়ান কুক। তবে ম্যাকেঞ্জির আসতে হয়তো আরও সপ্তাহখানেক সময় লাগবে। তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। এই চার প্রোটিয়ার হাতেই এখন টাইগার ক্রিকেটের দিন বদলের নাটাই।

অন্য দিকে এই চার প্রোটিয়া কোচ এখনই পাচ্ছেন তাদের আরেক সহকর্মী স্পিন বোলিং কোচ নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরিকে। তবে কিছুদিন পর তিনি যোগ দেবেন বলে জানা গেছে।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড