• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

আর্চারই আমাদের অ্যাশেজ জেতাবে : রুট

  প্রযুক্তি ডেস্ক

১৯ আগস্ট ২০১৯, ১৯:১৫
রুট ও আর্চার
আর্চারের সাফল্যে রুটের অভিনন্দন (ছবি : সংগৃহীত)

লর্ডসে অভিষেক টেস্টে ভয়ঙ্কর সব বাউন্সারে অস্ট্রেলিয়াকে প্রায় ধরাশায়ী করেছেন জোফরা আর্চার। ২০১৩-১৪ মৌসুমে ঠিক মিচেল জনসনের সেই অগ্নিমূর্তিরূপে আর্বিভূত হয়েছেন তিনি। এক বাউন্সারে অস্ট্রেলিয়ার সেরা ব্যাটসম্যান স্মিথকে সংজ্ঞাহীন করে ফেলেন তিনি। দ্বিতীয় ইনিংসে তো ব্যাটিংই করতে পারেন নি স্মিথ।

ট্রাভিস হেড, মারসাস লাবুশেইনি তরুণ বয়সে দেখলেন আর্চারের গতি আর বাউন্স। স্মিথবিহীন অজি ব্যাটসম্যানদের মনে ভয় ধরিয়ে দেন বার্বাডোজে জন্ম নেওয়া এ ডানহাতি ফাস্ট বোলার। পুরো ম্যাচে পাঁচ উইকেট পেলেও প্রতিটি মুহূর্তে আতঙ্ক ছড়িয়েছেন আর্চার। ম্যাচ শেষে ইংলিশ অধিনায়ক জো রুট ও ম্যাচ সেরা বেন স্টোকসও প্রশংসা করলেন আর্চারের।

ইংলিশ অধিনায়ক রুট মনে করেন, আর্চারের পক্ষেই সম্ভব অ্যাশেজ জয় করা। জীবনের প্রথম টেস্ট খেলতে নেমে সে যেভাবে ত্রাস হয়ে উঠেছে ব্যাটসম্যানদের মনে, তাই সিরিজ জেতাতে তারই সামর্থ্য আছে। রুট মনে করিয়ে দিলেন ২০১৩-১৪ মৌসুমে মিচেল জনসনের অ্যাশেজ সিরিজকে।

অস্ট্রেলিয়ার মাঠে সেবার ইংলিশরা ৫-০তে হোয়াইটওয়াশ হয়েছিল। জনসন একাই শিকার করেন ৩৭ উইকেট। সে সফরের সদস্য ছিলেন রুট। এবারের সিরিজে এখনো পিছিয়ে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। তাই আর্চারের ভূমিকার দিকে চেয়ে আছেন ইংলিশ অধিনায়ক।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড