• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

হ্যাজার্ডের অভাব টের পেল চেলসি

  ক্রীড়া ডেস্ক

১৯ আগস্ট ২০১৯, ১৩:২৬
উইলফ্রেড এনগিডি
এনগিডির গোলে চেলসির সঙ্গে ড্র করেছে লেস্টার (ছবি : সংগৃহীত)

লেস্টার সিটির সঙ্গেও সমর্থকদের হতাশ করেছে চেলসি। লিড নিয়েও ১-১ গোলে ড্র করেছে তারা। স্ট্যামফোর্ড ব্রিজে ল্যাম্পার্ডের শিষ্যরা সাত মিনিটে এগিয়ে যায় মাউন্টের গোলে। ৬৭ মিনিটে লেস্টারকে সমতায় ফেরান এনডিডি।

স্ট্যামফোর্ড ব্রিজে কোচ হিসেবে আসার আগে ল্যাম্পার্ডের চেলসি থেকে চলে গেছেন এডেন হ্যাজার্ড। গত কয়েক মৌসুমে তিনি ছিলেন পশ্চিম লন্ডনের প্রাণভোমরা। আরও স্পষ্ট করে বলতে হবে, আইভরি কোস্ট তারকা দিদিয়ের দ্রগবা ও ইংলিশ তারকা ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের পর ব্লুদের তুরুপের তাস ছিলেন হ্যাজার্ড।

রবিবার(১৮ আগস্ট) ঘরের মাঠে উইলফ্রেড এনডিডির ভুলে এগিয়ে যায় চেলসি। ডি বক্সের বাইরে এনডিডির অসতর্কতায় বল কেড়ে নেন মাউন্ট ম্যাসন। দ্রুত ডি বক্সে এসে গোল করেন ২০ বছর বয়সী এ স্ট্রাইকার। ১৯৯৭ সালের পর এ প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে চেলসির হয়ে ঘরের মাঠে অভিষেক ম্যাচে গোল করেন তিনি।

এ দিকে, প্রথমার্ধের ভুলের জবাব বিরতির পর দিলেন এনগিডি। কর্নার কিক থেকে হেডে চেলসির জালে বল পাঠান এ নাইজেরিয়ান তারকা। এতে লিগের দ্বিতীয় ম্যাচেও জয় বঞ্চিত হলেন ল্যাম্পার্ড। আর টানা দুই ম্যাচ ড্র করল ব্র্যান্ডন রজার্সের লেস্টার। আগের ম্যাচে উলভারহ্যাম্পটনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা।

লিগে লেস্টারের চেয়েও খারাপ অবস্থান চেলসির। আসরে প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৪-০ গোলে হেরেছে তারা। মাঝে উয়েফা সুপার কাপে লিভারপুলের কাছে হারের স্বাদ পেয়েছে। ফলে ল্যাম্পার্ডের কপালেও জুটল লজ্জার রেকর্ড। সাত বছর পর চেলসি কোচ হিসেবে মৌসুমের প্রথম তিন ম্যাচে জয় বঞ্চিত রইলেন ল্যাম্পার্ড। ২০১২-১৩ মৌসুমে এ রেকর্ডের সঙ্গী ছিলেন রাফায়েল বেনিতেজ।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড