• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারত সফর থেকে ছিটকে গেছেন প্রোটিয়া উইকেটরক্ষক সেকেন্ড

  ক্রীড়া ডেস্ক

১৮ আগস্ট ২০১৯, ১৭:৩২
হেনরিখ ক্লাসেন
ভারত সফরে সেকেন্ডের পরিবর্তে যাচ্ছেন ক্লাসেন (ছবি : সংগৃহীত)

অক্টোবরে ভারত সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। ৩০ বছর বয়সী রুডি সেকেন্ড অভিষেকের অপেক্ষায় ছিলেন। তবে চোটে পড়ায় অপারেশন করাতে হবে সেকেন্ডকে। তাই হেনরিখ ক্লাসেনকে বিকল্প হিসেবে দেখছে দক্ষিণ আফ্রিকা।

টেস্ট সিরিজের আগে ভারত সফরে যাবে দক্ষিণ আফ্রিকা 'এ' দল। সেকেন্ডের খেলার কথা ছিল 'এ' দলের হয়ে। তবে তার চোটে ক্লাসেনই প্রোটিয়া 'এ' দলের প্রতিনিধি হয়ে যাচ্ছেন। সফরে ওয়ানডে ম্যাচের পাশাপাশি চার দিনের ক্রিকেট খেলবে তারা।

ক্রিকেট সাউথ আফ্রিকার ভারপ্রাপ্ত পরিচালক কোরি ভ্যান জিল জানান, ‘ক্লাসেন সেকেন্ডের পরিবর্তে ভারত সফরে গিয়ে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের হয়ে খেলবে। সেখানে চারদিনের ম্যাচে থাকবে সে। টেস্ট সিরিজের প্রস্তুতিতে এটা তার জন্য সহায়ক হবে’।

রুডি সেকেন্ড ২০১৮ সালেও ভারত সফর করে। সেখানকার কন্ডিশনে তার ভালো খেলার অভিজ্ঞতা রয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটেও সমৃদ্ধ পারফরম্যান্স রয়েছে তার। ১০৫টি প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ছয় হাজার ৮৯৩ রান করেছেন ১৭ সেঞ্চুরিতে।

অপরদিকে, ক্লাসেন লঙ্গার ভার্সনের চেয়ে সীমিত ওভারের ক্রিকেটে বেশি উজ্জ্বল। জাতীয় দলের জার্সিতে ২৩ ম্যাচ খেলেছেন। তবে সাদা পোশাকে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি। সেকেন্ডের চেয়ে প্রথম শ্রেণির ক্রিকেটও কম খেলেছেন ক্লাসেন। তাই বলে অবহেলার নন এ ২৮ বছর বয়সী। ৪৫ গড়ে তিন হাজার ৯৪৬ রান করেছেন তিনি।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড