• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

সমালোচনার জবাব দিলেন মাহমুদউল্লাহ

  ক্রীড়া ডেস্ক

১৮ আগস্ট ২০১৯, ১৬:৫৩
মাহমুদউল্লাহ রিয়াদ
বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ (ছবি: সংগৃহীত)

বিশ্বকাপ থেকেই বাজে সময় কাটাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য মাহমুদউল্লাহ রিয়াদ। ইনজুরি কাঁটিয়ে দলের ফিরলেও নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হয়েছেন বারবার। বিশ্বকাপ থেকেই বাজে পারফর্ম ও সমালোচনা নিত্যসঙ্গী হয়ে উঠেছে মাহমুদউল্লাহর। এছাড়া এ ক্রিকেটারের ড্রেসিংরুমে সময় ভালো যাচ্ছে না বলেও রটেছে।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইটে মাহমুদউল্লাহ ও সাকিবের দ্বন্দ্ব নিয়ে প্রতিবেদন ছাপা হয়। এছাড়া সাকিব মাহমুদউল্লাহকে বিশ্বকাপের একাদশ থেকেই বাদ দিতে চেয়েছিল বলে জানায় তারা।

প্রতিবেদনে ওয়েবসাইটটি লেখে, 'বিশ্বকাপের তৃতীয় ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ জয়ের জন্য কোনো অভিপ্রায় দেখায়নি। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে ২৮ বলে ৪১ রান করেন মাহমুদউল্লাহ, যখন শেষ ২০ ওভারে ১৯০ রান প্রয়োজন ছিল। সেই সময় ড্রেসিংরুমের সবার মধ্যে বিশ্বাস ছিল ম্যাচটা জেতা সম্ভব। কিন্তু মাহমুদউল্লাহর ব্যাটিংয়ে কখনো সেই লক্ষ্য ফুটে ওঠেনি। আর সেটি ভালোভাবে নেননি সাকিব।'

নিজের বাজে পারফর্ম ও সমালোচনা নিয়ে এতদিন চুপ ছিলেন মাহমুদউল্লাহ। এবার তার জবাব দিলেন দলের সিনিয়র এ ক্রিকেটার। সংবাদে যেভাবে উপস্থাপন করা হয়েছে সেভাবে হয়নি জানিয়ে মাহমুদউল্লাহ সাংবাদিকদের বলেন, আমার মনে হয় ওই ধরণের নিউজ নিয়ে কথা না বলাই ভালো। আমি ওই ব্যাপারে কোনো কমেন্ট করতে চাচ্ছি না। শুধু একটা জিনিস বলতে চাই, কিছু কিছু জিনিস যেভাবে উপস্থাপন করা হয়েছে সেভাবে হয়নি। তাই উপস্থাপনটা হয়তোবা ভিন্নভাবে হতে পারত। আমি শুধু এতটুকুই বলতে চাই।'

এছাড়া সকল টিমমেটের সাথেই ভালো সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন মাহমুদউল্লাহ। সবার সাথে তার সম্পর্ক দেখতে সাংবাদিকদের ড্রেসিংরুমে আমন্ত্রণ জানান তিনি। রিয়াদ বলেন, 'আমার মনে হয় না কোনো টিমমেটের সাথে আমার কোনো গণ্ডগোল আছে। আমারা এখনো সবাই খুব ভাল বন্ধু। ড্রেসিংরুমে আপনারা চাইলে আসতে পারেন। আমরা কিভাবে কথা বলি, আমরা একজন আরেকজনের সাথে কতটুকু মজা করি। আপনারা অলওয়েজ মোস্ট ওয়েলকাম। আপনারা এসে দেখতে পারেন, ছোট হোক বড় হোক সবার সাথে আমরা কিভাবে থাকি। আমি শুধু এতটুকু বলতে পারি আমার পক্ষ থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করে যাচ্ছি যাতে সবার সাথে ভালোভাবে থাকতে পারি, টিমের জন্য ভালো থাকতে পারি। সবসময় এ কথাটা বলি এবং আজও এ কথাই বলি।'

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড