• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোমবার ঢাকায় আসছে ভারতীয় হকি দল

  ক্রীড়া প্রতিবেদক

১৭ আগস্ট ২০১৯, ২০:৫৯
ভারতীয় নারী হকি দল
ভারতীয় নারী হকি দল (ছবি : সংগৃহীত)

চলতি বছরের ৯ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ওমেন্স জুনিয়র (অ-২১) এএইচএফ কাপে প্রথমবারের মতো অংশ নিবে বাংলাদেশ জাতীয় নারী হকি দল। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে গত ৮ জুলাই থেকে অনুশীলন করছে নারীরা।

বিদেশের মাটিতে প্রথমবার অংশ নেয়ার আগে ভারতীয় জাতীয় হকি একাডেমীর নারী দলের বিপক্ষে ছয়টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের নারীরা। স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার (এসএআই) এর অধীনস্থ একাডেমী দলটি আগামী ১৯ আগস্ট সোমবার ঢাকায় পা রাখবে।

ছয় ম্যাচের প্রস্তুতি সিরিজটি ২০ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ২৮ আগস্ট পর্যন্ত। সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাজধানীর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। ইতোমধ্যে বাংলাদেশ নারী হকি দলের খন্ডকালীন উপদেষ্টা কোচ হিসেবে যোগ দিয়েছেন ভারতীয় প্রবীণ কোচ ড. অজয় কুমার বানসাল।

উল্লেখ্য, ওমেন্স জুনিয়র (অ-২১) এএইচএফ কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং, চীন, নেপাল ও শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপে লড়বে চাইনিজ তাইপে, সিঙ্গাপুর ও উজবেকিস্তান। টুর্নামেন্ট সেরা দুই দল নারীদের জুনিয়র এশিয়া কাপে খেলার সুযোগ পাবে।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড