• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাছাইপর্ব থেকে ছিটকে গেলেন রোমানা

  ক্রীড়া ডেস্ক

০৯ আগস্ট ২০১৯, ১৫:৫৮
রুমানা আহমেদ
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্য রুমানা আহমেদ (ছবি: সংগৃহীত)

আসন্ন নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে খেলা হচ্ছে না বাংলাদেশ নারী ক্রিকেট দলের অন্যতম অভিজ্ঞ সদস্য রুমানা আহমদে। চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন তিনি।

১৫ আগস্ট বাছাইপর্ব খেলতে দেশ ছাড়বে নারী ক্রিকেট দল। চূড়ান্ত স্কোয়াড এখনো ঘোষণা করা না হলেও রুমানার বাদ পড়া নিশ্চিত হয়ে গেছে। আর এ কারণেই শুক্রবার মিরপুরের একাডেমী মাঠে অনুশীলনে আসেননি তিনি।

হাঁটুর চোটে বেশ কিছুদিন ধরেই ভুগছেন রোমানা। এর আগে আগে ভারতে তার চিকিৎসাও হয়েছিল।। তবে পুরোপুরি সুস্থ নাও হওয়ায় এখন তার চিকিৎসার দায়িত্বে রয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

এছাড়া বিসিবির বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে রুমানার ছিটকে যাওয়ার তথ্যটি। সূত্রমতে রুমানার সুস্থ হতে তিন থেকে চার সপ্তাহ লাগবে। মূল আসরে রুমানাকে পুরোপুরি ফিট পেতেই বাছাইপর্ব খেলিয়ে ঝুঁকি নিবে না টিম ম্যানেজমেন্ট। আর এ কারণেই তাকে ছাড়া বাছাইপর্ব খেলানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড