• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডেঙ্গু রোগীদের দায়িত্ব নিলেন মাশরাফি

  নড়াইল প্রতিনিধি

৩১ জুলাই ২০১৯, ১৩:৩৮
ডেঙ্গু রোগীদের দায়িত্ব নিলেন মাশরাফি
ডেঙ্গু রোগীদের দায়িত্ব নিলেন মাশরাফি (ছবি : সংগৃহীত)

অসহায় দরিদ্রসহ সকল ডেঙ্গু রোগীর চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয় সে লক্ষে নড়াইল-২ আসনের এমপি ও বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ব্যবস্থা গ্রহণ করছেন। মঙ্গলবার (৩০ জুলাই) মাশরাফি স্বাস্থ্য সচিবের সাথে সরাসরি ডেঙ্গুর বিষয়টি নিয়ে কথা বলেন।

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৌমেন বসু জানান, মাশরাফির নির্দেশ মোতাবেক নড়াইলের হাসপাতালগুলোতে ডেঙ্গু চিকিৎসায় ব্যবস্থা নেওয়া হয়েছে। ডেঙ্গু রোগ নির্ণয়ে টেস্টসহ চিকিৎসার উপকরণও প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, নড়াইলে মঙ্গলবার পর্যন্ত অন্তত ৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। জেলা সদর হাসাপাতালে ভর্তি হয়েছেন মোট ৫ জন। নড়াইলে স্থায়ী বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন তিনজন। বাকি দুজন ঢাকা থেকে বাড়ি এসে ভর্তি হয়েছেন।

আক্রান্তরা হলেন- সদর উপজেলার ননীখির গ্রামের বিপাশা (৮), তালবাড়িয়া গ্রামের মেহেদী হাসান(৯), মহিসখোলা গ্রামের সাদ (১২)। ঢাকা থেকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কালিয়ার চাচুড়ি গ্রামের আবুল কালাম (৬২), মাগুরা জেলার মধুখালি গ্রামের কাইজার সিকদার (১৯)।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মসিউর রহমান বাবু জানান, ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা চলছে। এ দিকে, ডেঙ্গু রোগ শনাক্তে সদর হাসপাতালে রিএজেন্ট দিয়েছে মানবিক সংগঠন হৃদয়। মঙ্গলবার দুপুরে ওই সংগঠনের উদ্যোগে ৩০টি রিএজেন্ট দেওয়া হয়।

ওডি/এএপি/এএসএল

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড