• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইসিসির দলে দুই বাংলাদেশি নারী ক্রিকেটার

  ক্রীড়া ডেস্ক

২১ জুলাই ২০১৯, ২২:২১
জাহানারা ইমাম ও ফারজানা হক
বাংলাদেশি নারী ক্রিকেটার জাহানারা ইমাম ও ফারজানা হক (ছবি: সংগৃহীত)

ইংল্যান্ডের মাটিতে আইসিসি গ্লোবাল ডেভেলপমেন্ট স্কোয়াডের হয়ে মাঠ মাতাবেন দুই বাংলাদেশি নারী ক্রিকেটার জাহানারা ইমাম ও ফারজানা হক। ইংল্যান্ড সুপার লিগের বিভিন্ন দলের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচে আইসিসির দলের হয়ে মাঠে নামবেন এ দুই ক্রিকেটার।

আইসিসি র‌্যাংকিংয়ের শীর্ষ আটের বাইরের দেশগুলোর সেরা খেলোয়াড়দের নিয়ে এই দল গঠন করা হয়েছে। ১০ দিনের সফরে ইংল্যান্ড সুপার লিগের বিভিন্ন দলের বিপক্ষে ৫টি টি-টুয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে আইসিসি ডেভেলপমেন্ট দলের। আর তাদের হয়ে মাঠে নামবেন বাংলাদেশি এ দুই ক্রিকেটার। আইসিসির দলের হয়ে খেলতে ২৫ তারিখ রাতে ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তারা।

এর আগে, গত মার্চে একমাত্র বাংলাদেশি হিসেবে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন ফাস্ট বোলার জাহানারা বেগম। প্রথমবার খেলতে গিয়ে দুর্দান্ত বোলিং করে তুমুল জনপ্রিয়তাও পান তিনি। ফারজানা হকও বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সেরা ব্যাটসম্যান। আট বছর ধরে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা এ দুই ক্রিকেটার এশিয়া কাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড