• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘এ’ দলের লড়াইয়ে দ্বিতীয় ওয়ানডেতেও বাংলাদেশকে হারিয়েছে আফগানিস্তান

  ক্রীড়া ডেস্ক

২১ জুলাই ২০১৯, ১৯:১৩
বাংলাদেশ-আফগানিস্তান
বাংলাদেশ ‘এ’ দলকে হারিয়েছে আফগানিস্তান ‘এ’ দল ( ছবি : সংগৃহীত)

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ এ দলকে চার উইকেটে হারিয়েছে আফগানিস্তান এ দল। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ২৭৮ রান তোলে মিঠুন-বিজয়রা। জবাবে পাঁচ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে আফগান শিবির। এতে সিরিজে ২-০তে এগিয়েই গেছে সফরকারীরা।

টস জিতে স্বাগতিকদের বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান ‘এ’ দল। সাগরিকার স্টেডিয়ামে ব্যাটিং পেয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশিরা। ইমরুল কায়েসও বিজয় ওপেনিং জুটিতে তোলেন ৫৬ রান। ২৬ রান করে বিজয় আউট হন। অপর ওপেনার কায়েস আউট ৪০ রানে। তৃতীয় উইকেটে অধিনায়ক মিঠুন ও মোহাম্মদ নাঈম গড়েন ৯৭ রানের মুল্যবান জুটি। এ দুজনের ব্যাটে ৩৫ ওভার শেষে দুই উইকেটে ১৯৫ রান তোলে তারা। এতে সোয়া তিনশ রানের একটা দারুণ সুযোগ ছিলো মিঠুনদের।

তবে নাঈম ৪৯ রানে ও মিঠুন ৮৫ রানে আউট হলে ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। একপ্রান্তে সাব্বির ৩৫ রান করলেও বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। শেষ ১৫ ওভারে সাত উইকেট হারিয়ে মাত্র ৮৩ রান যোগ করে মিঠুনরা।

জবাবে ইব্রাহিম জাদরানের ১২৭ রানের ইনিংসে ভর করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আফগানিস্তান শিবির। বাংলাদেশের পক্ষে স্পিনার মেহেদী হাসান দশ ওভারে ৩৪ রান দিলেও বকিরা ছিলেন খরুচে। ৪৯ ওভার এক বলে সহজ জয় পায় সফরকারীরা।

স্কোর :

বাংলাদেশ ‘এ’ দল ২৭৮/৯, মিঠুন ৮৫, নাঈম ৪৯, কায়েস ৪০, সাব্বির ৩৫, করিম জানান ৪৩/৩, ফজল নিয়াজাই ৪৮/৩ আফগানিস্তান ‘এ’ দল ২৮১/৬, ইব্রাহিম জাদরান ১২৭, শরাফুদ্দিন আশরাফ ৩৬*, শফিউল ইসলাম ৫৯/২

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড