• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

'নিউজিল্যান্ডের প্রতি অন্যায় করা হয়েছে'

  ক্রীড়া ডেস্ক

১৬ জুলাই ২০১৯, ২২:২৩
গাপটিল, নিশাম ও পূজারা
গাপটিল, নিশাম ও পূজারা (ছবি: সংগৃহীত)

ফাইনালে না হেরেও শিরোপা বঞ্চিত হয়েছে নিউজিল্যান্ড। ম্যাচে ৫০ ওভার ও সুপার ওভারে কোনো ফলাফল না হওয়ায় বাউন্ডারি সংখ্যার মাধ্যমে বিশ্বকাপজয়ী নির্ধারণ করেছে আইসিসি। আইসিসির এমন অদ্ভুত নিয়মে বিস্ময় প্রকাশ করেছে অনেকে। আবার কেউ কেউ মেতেছে আইসিসির সমালোচনায়। এবার তাদের সঙ্গে যুক্ত হলেন ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারা।

ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য এ ব্যাটসম্যানের মতে নিউজিল্যান্ডের প্রতি অন্যায় করেছে আইসিসি। এছাড়া ম্যাচটিকে স্মরণীয় ম্যাচ উল্লেখ করে তিনি বলেন, 'নিউজিল্যান্ডের প্রতি অন্যায় করা হয়েছে। কারণ তারা দুর্দান্ত ক্রিকেট খেলেছে। সর্বোপরি দিনশেষে এটি অসাধারণ গেম ছিল। আমি নিশ্চিত, মানুষের স্মৃতির মণিকোঠায় ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে। মানুষ তা জীবনভর স্মরণে রাখবে।'

এছাড়া পূজারার মতে বিশ্বকাপ ট্রফি দুই দলকে যৌথভাবে দেয়া উচিত ছিল। তবে ইংল্যান্ডকে ট্রফি দেয়াটা আইসিসির একান্ত সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তিনি। পূজারা বলেন, 'আমি মনে করি, ফাইনালে কোনো দল হারেনি। দুদলেরই উচিত ছিল ট্রফিটি ভাগাভাগি করে নেয়া। তবে সিদ্ধান্তটি একান্ত আইসিসির। এ পদ্ধতি ক্রিকেটের অভিভাবক সংস্থারই। এর আগে কোনো বিশ্বকাপের ফাইনালে এমনটি হয়নি। তাই সত্যি বলতে কী আমি এ নিয়ম নিয়ে নিশ্চিত নই।'

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড