• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

উড়ন্ত আবাহনীকে ধসিয়ে দিল মোহামেডান

  ক্রীড়া ডেস্ক

১৬ জুলাই ২০১৯, ২১:৩৪
মোহামেডান
জয়ের পর মোহামেডানের ফুটবলাররা (ছবি : সংগৃহীত)

নিঃসন্দেহে বর্তমান সময়ে ক্লাব ফুটবলে বাংলাদেশের সেরা দল আবাহনী। বিপিএল থেকে এএফসি কাপ সব জয়গায় উড়ে বেড়াচ্ছে ধানমন্ডির ক্লাবটি। অপরদিকে দীর্ঘ দিন ধরে ধুঁকছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান। সেই মোহামেডানই আবাহনীকে গোল উৎসবে ভাসালো।

মঙ্গলবার (১৬ জুলাই) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল ফুটবল) ম্যাচে আবাহনীকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মোহামেডান। এর আগে, লিগের প্রথম পর্বে মোহামেডানকে ৩-০ গোলে হারিয়েছিল আবাহনী।

এক সময় সোনালী অতীতে দেশের ক্লাব ফুটবলের সবচেয়ে বড় দ্বৈরথের নাম ছিল এ ম্যাচ, গত চার আসরে সেটা যেন ভুলেই গিয়েছিল দেশি ফুটবল সমর্থকরা। কেননা সবশেষ ২০১৫ সালে বিপিএলের অষ্টম আসরে আবাহনীকে হারিয়েছিল মোহামেডান। দীর্ঘ চার বছরে আবাহনীর রাজত্ব ও প্রভাবে প্রায় হারিয়ে যেতে বসেছে মতিঝিলের ঐতিহ্যবাহী ক্লাবটি।

বিপিএলের এগারতম আসরে এসে সেই চার বছরের দীর্ঘ অপেক্ষার জবাব কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিল মোহামেডান। এএফসি কাপে ইতিহাস সৃষ্টি করা আবাহনীকে চমক দেখিয়ে বড় জয় তুলে নিয়েছে মোহামেডান।

মোহামেডানের হয়ে চার গোলের দুটি করেছেন তকলিস আহমেদ। একটি করে করেছেন মালির সোলেমান এবং জাহিদ হাসান এমিলি।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড